আগামী জাতীয় নির্বাচনে ভোট ছিনতাইয়ের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। ফरीদপুরে এক সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আজহারুল ইসলামের সতর্কতা
আজহারুল ইসলাম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দলীয় সমর্থকদের দায়িত্ব নিতে হবে, যাতে কেউ ভোট ছিনতাই করতে না পারে। তিনি বলেন, যারা ভোট ছিনতাই করতে আসবে তারা দুই হাতে আসবে, আমরাও দুই হাতে প্রস্তুত—তাই তারা ছিনতাই করে পালাতে পারবে না।
দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য
তিনি জানান, দলীয় নেতাকর্মীরা ঝুঁকি নিয়েই বর্তমান পরিস্থিতিতে এসে পৌঁছেছেন।
তিনি বলেন, আমাদের ব্যক্তিগত কোনো লোভ নেই; আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এজন্য সবাইকে আন্তরিকভাবে ভোট দিতে হবে।
বিদেশি প্রভাব ও বিচারিক হত্যার অভিযোগ
আজহারুল দাবি করেন, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা
তার মতে, জনগণের ম্যান্ডেট পেলে সরকার গঠনের মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে স্বাধীন, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত করা সম্ভব।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হলো দেশের সামনে বড় সুযোগ—এটি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠনের নির্বাচন, পাশাপাশি বিদেশি প্রভাব থেকে পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত করার নির্বাচন।
আটদলীয় জোটের সংগ্রাম
তিনি জানান, ‘আটদলীয় জোট’ জনগণের বিজয়ের জন্য লড়াই করছে।
কাদের মোল্লার কবর জিয়ারত
সমাবেশের আগে আজহারুল ইসলাম দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
সমাবেশে অন্যান্য নেতাদের বক্তব্য
ফরিদপুর জেলা জামায়াত আমীর মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাসূল ইসলাম আল বারাতি এবং আসনভিত্তিক প্রার্থীরা—প্রফেসর আবদুত তাওয়াব, প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, সহবুর হোসেন ও মাওলানা সরোয়ার হোসেন বক্তব্য রাখেন।
|
|
সারাক্ষণ রিপোর্ট 


















