ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মৃত বন্দীর নাম আব্দুল মতিন, বয়স ৭৫ বছর। তিনি মৃত মির্জান আলীর ছেলে। তার ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
অসুস্থতা ও হাসপাতালে নেয়া
কারাগারের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাতের কোনো এক সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতিন। বিষয়টি বোঝা মাত্রই কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর রাত প্রায় ১১টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তী ব্যবস্থা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















