মেট্রোরেলের স্বাভাবিক চলাচল ব্যাহত
বুধবার দুপুরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী স্থানে ওভারহেড বিদ্যুৎ লাইনে একটি কাপড় পড়ে গেলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটে দুপুর ১২টা ২২ মিনিটে।

অবরোধ অপসারণ ও সেবা স্বাভাবিক করা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বিদ্যুৎ সংযোগের ওভারহেড ক্যাটেনারি কেবল থেকে কাপড়টি অপসারণ করতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রয়োজনীয় কাজ শেষে দুপুর ১২টা ৩৭ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ
ঘটনার কারণে যাত্রীদের যে সাময়িক অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

এর আগের ঘটনা
এর আগে গত রোববার রাতে আরেকটি ঘটনার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়েছিল। সেদিন এক কিশোর ট্রেনের দুই কোচের মাঝখানে উঠে পড়লে নিরাপত্তার স্বার্থে সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়।
সারাক্ষণ রিপোর্ট 


















