১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ‘ইট গার্ল’ পরিচয়ের বাইরে জেন বারকিনের উত্তরাধিকার নতুন করে ভাবনার সময় রাষ্ট্রক্ষমতায় যাইবার পথ নির্বাচনের পরিবর্তে লটারি পদ্ধতি কি খুবই খারাপ হইবে? অ্যান্ড্রয়েড নোটিফিকেশন নিয়ন্ত্রণে এলো গুগলের নতুন এআই সারাংশ ফিচার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬৭) লিবীয় যুদ্ধাপরাধ মামলায় আইসিসির সামনে হাজির সন্দেহভাজন কমাণ্ডার প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৩৪) প্রাণঘাতী বন্যায় বিপর্যস্ত এশিয়া, জলবায়ু সংকটের কঠোর সতর্কবার্তা রেকর্ড গড়া সূচনা, ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ নেটফ্লিক্সের ইতিহাসে বড় ইংরেজি সিরিজ ডেবিউ এশিয়ার কনটেন্ট হাব হতে ১৫৪ মিলিয়ন ডলারের নতুন ফিল্ম–টিভি তহবিল ঘোষণা সিঙ্গাপুরের

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

সমকালের একটি শিরোনাম “রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত”

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬াট ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এ ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”মানবতাবিরোধী অপরাধ: জয়সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হবে শিগগির”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (গত বছরের জুলাই-আগস্ট) সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রসিকিউশন এই প্রতিবেদন যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।

তদন্ত প্রতিবেদনে নাম থাকা অপর তিনজন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চার-পাঁচজনের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহে এসব আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করতে পারব বলে আশা করছি।’

জানা গেছে, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলে এর মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হবে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত শেষ দিকে রয়েছে। শিগগির তাঁর বিষয়ে প্রতিবেদন জমা হলে যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

সূত্র জানায়, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করা, হতাহতের তথ্য গোপন ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হচ্ছে। গুম-খুনের অভিযোগ আনা হচ্ছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজকের পত্রিকাকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও আনিসুল হকের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এসব যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহে দাখিল করার আশা করা হচ্ছে। তবে জিয়াউল আহসানের বিষয়টি পরের ধাপে আসবে। সেটিও দ্রুত হাতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বণিকবার্তার একটি শিরোনাম “নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। গতকাল সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এ সময় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে ভেতরে নিয়ে যান।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিনস এবং যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

মানবজমিনের একটি শিরোন “জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত”

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোট রাজনীতিতে চলছে নানা সমীকরণ। বড় দলগুলো নিজেদের জোটে টানতে চাইছে ছোট দলগুলোকে। আসন নিয়ে চলছে দর কষাকষি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আছে আলোচনার কেন্দ্রে। জাতীয় নির্বাচনে দলটির অবস্থান কী হবে তা এখনো পরিষ্কার নয়। একক বা জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়া, জোটে গেলে কোন জোটে যাওয়া এসব বিষয়ে দলের নেতাদের মধ্যে আছে নানা মত। সূত্রের দাবি বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে থাকা দুই জোটে যাওয়ার বিষয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপিতে। নেতাদের দু’টি গ্রুপ এই দুই জোটে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন। যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা এখনো এ নিয়ে অবস্থান জানাননি। সূত্রের দাবি বিএনপি এবং জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছে। বিএনপি’র চেয়ে বেশি আসন ছাড় দেবে জামায়াত এমন আলোচনাও আছে। আসন সমঝোতার প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে এনসিপি’র সিনিয়র নেতারা। এই পরিস্থিতিতে এনসিপিও কৌশলী অবস্থান নিয়েছে। একক ও জোটবদ্ধ দুই পথই উন্মুক্ত রেখেছে দলটি। তাদের সামনে তিনটি কৌশলগত পথ- বিএনপি’র সঙ্গে আসন সমঝোতা, জামায়াতের সঙ্গে জোট অথবা এককভাবে ৩০০ আসনে লড়াই করা। দলটি বলছে, একক প্রস্তুতি নিচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেয়ার। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ও প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছেন নেতারা।

এনসিপি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে নানা বিষয়েই অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আসন সমঝোতা নিয়েও কথাবার্তা চলছে অনানুষ্ঠানিকভাবে। তবে জোটের বিষয় চূড়ান্ত হয়নি।

মনোনয়ন ফরম বিক্রি থেকে শুরু করে প্রার্থী সাক্ষাৎকার-সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে এনসিপি। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এনসিপিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে হচ্ছে আলোচনা।

সূত্র জানায়, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ ও এনসিপিকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা থাকলে শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। তবে আপ বাংলাদেশ ইস্যুতে এনসিপি’র আপত্তি ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয় আত্মপ্রকাশ অনুষ্ঠান। নতুন জোটে যাওয়ার প্রশ্নে এনসিপি’র ভেতরেই চলছে মতবিরোধ।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

০৯:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সমকালের একটি শিরোনাম “রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত”

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬াট ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এ ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”মানবতাবিরোধী অপরাধ: জয়সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হবে শিগগির”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (গত বছরের জুলাই-আগস্ট) সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রসিকিউশন এই প্রতিবেদন যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।

তদন্ত প্রতিবেদনে নাম থাকা অপর তিনজন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চার-পাঁচজনের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহে এসব আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করতে পারব বলে আশা করছি।’

জানা গেছে, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলে এর মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হবে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত শেষ দিকে রয়েছে। শিগগির তাঁর বিষয়ে প্রতিবেদন জমা হলে যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

সূত্র জানায়, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করা, হতাহতের তথ্য গোপন ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হচ্ছে। গুম-খুনের অভিযোগ আনা হচ্ছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজকের পত্রিকাকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও আনিসুল হকের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এসব যাচাই-বাছাই চলছে। আগামী সপ্তাহে দাখিল করার আশা করা হচ্ছে। তবে জিয়াউল আহসানের বিষয়টি পরের ধাপে আসবে। সেটিও দ্রুত হাতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বণিকবার্তার একটি শিরোনাম “নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। গতকাল সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এ সময় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে ভেতরে নিয়ে যান।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিনস এবং যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

মানবজমিনের একটি শিরোন “জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত”

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোট রাজনীতিতে চলছে নানা সমীকরণ। বড় দলগুলো নিজেদের জোটে টানতে চাইছে ছোট দলগুলোকে। আসন নিয়ে চলছে দর কষাকষি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আছে আলোচনার কেন্দ্রে। জাতীয় নির্বাচনে দলটির অবস্থান কী হবে তা এখনো পরিষ্কার নয়। একক বা জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়া, জোটে গেলে কোন জোটে যাওয়া এসব বিষয়ে দলের নেতাদের মধ্যে আছে নানা মত। সূত্রের দাবি বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে থাকা দুই জোটে যাওয়ার বিষয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপিতে। নেতাদের দু’টি গ্রুপ এই দুই জোটে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন। যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা এখনো এ নিয়ে অবস্থান জানাননি। সূত্রের দাবি বিএনপি এবং জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছে। বিএনপি’র চেয়ে বেশি আসন ছাড় দেবে জামায়াত এমন আলোচনাও আছে। আসন সমঝোতার প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে এনসিপি’র সিনিয়র নেতারা। এই পরিস্থিতিতে এনসিপিও কৌশলী অবস্থান নিয়েছে। একক ও জোটবদ্ধ দুই পথই উন্মুক্ত রেখেছে দলটি। তাদের সামনে তিনটি কৌশলগত পথ- বিএনপি’র সঙ্গে আসন সমঝোতা, জামায়াতের সঙ্গে জোট অথবা এককভাবে ৩০০ আসনে লড়াই করা। দলটি বলছে, একক প্রস্তুতি নিচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেয়ার। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ও প্রার্থিতা চূড়ান্ত করতে কাজ করছেন নেতারা।

এনসিপি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে নানা বিষয়েই অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আসন সমঝোতা নিয়েও কথাবার্তা চলছে অনানুষ্ঠানিকভাবে। তবে জোটের বিষয় চূড়ান্ত হয়নি।

মনোনয়ন ফরম বিক্রি থেকে শুরু করে প্রার্থী সাক্ষাৎকার-সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে এনসিপি। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এনসিপিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে হচ্ছে আলোচনা।

সূত্র জানায়, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ ও এনসিপিকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা থাকলে শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। তবে আপ বাংলাদেশ ইস্যুতে এনসিপি’র আপত্তি ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয় আত্মপ্রকাশ অনুষ্ঠান। নতুন জোটে যাওয়ার প্রশ্নে এনসিপি’র ভেতরেই চলছে মতবিরোধ।