সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় একটি পিকআপ তল্লাশি করে তাদের আটক করা হয়।
কারা গ্রেপ্তার হয়েছেন
গ্রেপ্তাররা হলেন—কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ির নয়াবাড়ি গ্রামের মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারীর মামুন মিয়া (২৬) এবং সিরাজগঞ্জের বেলকুচির চন্দনগাতি গ্রামের রেজাউল করিম (৪০)। তিনজনই পিকআপে মাদক পরিবহনের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
কীভাবে ধরা পড়লেন
গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে তল্লাশির সময় পিকআপ থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালক মাসুদ রানা, তার সহকারী মামুন মিয়া এবং গাঁজার মালিক রেজাউল করিমকে আটক করা হয়। পিকআপটি জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















