নাটোর সুগার মিল পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, লোকসানে থাকা চিনি শিল্পকে টিকিয়ে রাখতে কেবল ভর্তুকি যথেষ্ট নয়; দরকার বড় আকারের দেশি-বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি আধুনিকীকরণ এবং বাজার সম্প্রসারণ।
সাবসিডির সীমাবদ্ধতা
উপদেষ্টা জানান, বর্তমান কাঠামোতে শুধুমাত্র সরকারি সহায়তায় শিল্প ঘুরে দাঁড়াবে না। প্রযুক্তি, অবকাঠামো ও দক্ষ জনবল উন্নয়নে বড় বিনিয়োগ অত্যাবশ্যক।
আমদানি নীতি ও টিসিবির ভূমিকা
চিনি আমদানি আপাতত স্থগিত আছে। সরকারি মজুদ শেষ না হওয়া পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। দেশীয় মিলের উৎপাদিত চিনি টিসিবির মাধ্যমে বাজারজাত করা হচ্ছে—এতে উৎপাদক ও ভোক্তা উভয়েই উপকৃত হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















