যশোর শহরের বেজপাড়ার আনসার ক্যাম্পের কাছে শনিবার গভীর রাতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তানভীর, বয়স ২২ বছর।
ঘটনাস্থল ও উদ্ধার
শনিবার রাত প্রায় ১২টা ৫৫ মিনিটে আনসার ক্যাম্পের কাছে রক্তাক্ত অবস্থায় তানভীরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তানভীরকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি ও প্রাথমিক তথ্য
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাতের কোনো একসময় তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় একজন রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশের দাবি, তানভীরের পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আগের অভিযান ও পটভূমি

এর আগে শনিবার সন্ধ্যায় শংকরপুর বেলার ময়দানে যৌথ বাহিনীর একটি অভিযানে দুই যুবককে পাঁচটি বোমা ও একটি ছুরি সহ আটক করা হয়।
অভিযানের সময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক যুবকেরা পুলিশের কাছে স্বীকার করেন যে উদ্ধার করা বিস্ফোরকগুলো তানভীরের ছিল।
তদন্তের অগ্রগতি
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।
সারাক্ষণ রিপোর্ট 



















