০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
কিছু রোগীর শরীরই ক্যানসার ঠেকায়: সেই প্রতিরোধ শক্তি কি ওষুধে রূপ নিতে পারে অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে ইতিহাসের পথে আরও এক ধাপ আলকারাজ খোলপেটুয়া নদী: দক্ষিণ-পশ্চিমের এক জরুরি ধমনী — একটি বিস্তৃত ফিচার সংকুচিত নাগরিক পরিসর: বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ জানাল অ্যামনেস্টি মায়েদের গায়ে হাত দিলে চুপ করে বসে থাকবো না: জামায়াত আমির হিন্দুরা যারা অন্যায় করেছে তাদের শুধু শাস্তি হবে – মির্জা ফখরুল জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. মুহাম্মদ ইউনূস এই সরকার ‘এনজি সরকার’: আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন দিতে হয় ১০ লাখ—আজম জে চৌধুরী মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো

ম্যানেজমেন্ট শিক্ষার গতি বাড়াতে হবে: ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বাস্তবতা এখনই প্রতিফলিত করা জরুরি

ভারতের ম্যানেজমেন্ট শিক্ষাব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। টেকনোলজি, বৈশ্বিক ট্রেড, সাপ্লাই চেইন ও কর্মক্ষেত্রের বিবর্তন এখন শিক্ষাক্রমে তাৎক্ষণিক পরিবর্তন দাবি করছে। আইআইএম আহমেদাবাদের ডিরেক্টর ভারত ভাস্কর মনে করেন, ম্যানেজমেন্ট শিক্ষাকে আরও দ্রুত এগোতে হবে, নইলে তা অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

আইআইএম-এ গত এক বছরে বড় ধরনের সিলেবাস সংস্কার হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, রোবটিক্স, স্বয়ংচালিত সিস্টেম এবং টেকনোলজিনির্ভর বৈশ্বিক সাপ্লাই চেইন—এসব পরিবর্তনকে কেন্দ্র করেই নতুন কোর্স যোগ হচ্ছে। ভারত ভাস্কর বলেন, টেকনোলজি অনেক সময় ইন্ডাস্ট্রির চেয়েও দ্রুত এগোয়। তাই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে স্টুডেন্টদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ইন্ডাস্ট্রিকে টেকনোলজির গতির সঙ্গে পরিবর্তনে নেতৃত্ব দিতে পারে।

আইআইএম আহমেদাবাদ এবার বিজনেস টুডে–এমডিআরএ–র ২৬তম বার্ষিক ভারতের সেরা বিজনেস স্কুল র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে। কিন্তু ভাস্করের মতে, প্রকৃত প্রতিযোগিতা হচ্ছে প্রাসঙ্গিক থাকা—যে শিক্ষাব্যবস্থা যত দ্রুত বদলাতে পারবে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে নেতৃত্বও ততই সেখান থেকেই আসবে।

শিক্ষার পরিবর্তন নিয়ে তিনি বলেন, শীর্ষ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো দ্রুত বদলাচ্ছে, কিন্তু পুরো ইকোসিস্টেমকে একই গতিতে এগোতে হবে। শুধু উচ্চমানের প্রতিষ্ঠান নয়, সকল স্তরের ম্যানেজমেন্ট স্কুলকে পরিবর্তনের অংশ হতে হবে, যাতে পুরো ইকোনমি এর সুফল পায়।

আইআইএমএ–র নতুন কোর্সগুলোর মধ্যে রয়েছে হিউম্যান রিসোর্সে এআই ব্যবহার, এআই–চালিত ফিনটেক, টেকনোলজিনির্ভর গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও নানা বিষয়। কেইস স্টাডি পদ্ধতির মাধ্যমে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আরও সরাসরি স্টুডেন্টদের কাছে পৌঁছানো হচ্ছে।

ভারত ভাস্করের স্পষ্ট মত—ম্যানেজমেন্ট শিক্ষাকে এখনই ত্বরান্বিত করতে হবে। টেকনোলজি যেমন দ্রুত বদলায়, শিক্ষাব্যবস্থাকেও তেমনই দ্রুত সাড়া দিতে হবে। কারণ আজকের স্টুডেন্টই আগামী দিনের ডিসিশন–মেকার।

জনপ্রিয় সংবাদ

কিছু রোগীর শরীরই ক্যানসার ঠেকায়: সেই প্রতিরোধ শক্তি কি ওষুধে রূপ নিতে পারে

ম্যানেজমেন্ট শিক্ষার গতি বাড়াতে হবে: ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বাস্তবতা এখনই প্রতিফলিত করা জরুরি

০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ভারতের ম্যানেজমেন্ট শিক্ষাব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। টেকনোলজি, বৈশ্বিক ট্রেড, সাপ্লাই চেইন ও কর্মক্ষেত্রের বিবর্তন এখন শিক্ষাক্রমে তাৎক্ষণিক পরিবর্তন দাবি করছে। আইআইএম আহমেদাবাদের ডিরেক্টর ভারত ভাস্কর মনে করেন, ম্যানেজমেন্ট শিক্ষাকে আরও দ্রুত এগোতে হবে, নইলে তা অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

আইআইএম-এ গত এক বছরে বড় ধরনের সিলেবাস সংস্কার হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, রোবটিক্স, স্বয়ংচালিত সিস্টেম এবং টেকনোলজিনির্ভর বৈশ্বিক সাপ্লাই চেইন—এসব পরিবর্তনকে কেন্দ্র করেই নতুন কোর্স যোগ হচ্ছে। ভারত ভাস্কর বলেন, টেকনোলজি অনেক সময় ইন্ডাস্ট্রির চেয়েও দ্রুত এগোয়। তাই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে স্টুডেন্টদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ইন্ডাস্ট্রিকে টেকনোলজির গতির সঙ্গে পরিবর্তনে নেতৃত্ব দিতে পারে।

আইআইএম আহমেদাবাদ এবার বিজনেস টুডে–এমডিআরএ–র ২৬তম বার্ষিক ভারতের সেরা বিজনেস স্কুল র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে। কিন্তু ভাস্করের মতে, প্রকৃত প্রতিযোগিতা হচ্ছে প্রাসঙ্গিক থাকা—যে শিক্ষাব্যবস্থা যত দ্রুত বদলাতে পারবে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে নেতৃত্বও ততই সেখান থেকেই আসবে।

শিক্ষার পরিবর্তন নিয়ে তিনি বলেন, শীর্ষ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো দ্রুত বদলাচ্ছে, কিন্তু পুরো ইকোসিস্টেমকে একই গতিতে এগোতে হবে। শুধু উচ্চমানের প্রতিষ্ঠান নয়, সকল স্তরের ম্যানেজমেন্ট স্কুলকে পরিবর্তনের অংশ হতে হবে, যাতে পুরো ইকোনমি এর সুফল পায়।

আইআইএমএ–র নতুন কোর্সগুলোর মধ্যে রয়েছে হিউম্যান রিসোর্সে এআই ব্যবহার, এআই–চালিত ফিনটেক, টেকনোলজিনির্ভর গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও নানা বিষয়। কেইস স্টাডি পদ্ধতির মাধ্যমে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আরও সরাসরি স্টুডেন্টদের কাছে পৌঁছানো হচ্ছে।

ভারত ভাস্করের স্পষ্ট মত—ম্যানেজমেন্ট শিক্ষাকে এখনই ত্বরান্বিত করতে হবে। টেকনোলজি যেমন দ্রুত বদলায়, শিক্ষাব্যবস্থাকেও তেমনই দ্রুত সাড়া দিতে হবে। কারণ আজকের স্টুডেন্টই আগামী দিনের ডিসিশন–মেকার।