টেকনাফের হ্নীলা ইউনিয়নে একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আলিখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশাটি রাস্তায় পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক ফরুক (৩০), পিতা সেলিম, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা; এবং যাত্রী ইমাম হোসেন (২৫), পিতা সাইদ নূর, টেকনাফ সদর ইউনিয়নের নজিরপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অটোরিকশাকে প্রবলভাবে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
হোয়াইক্যাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আবছার জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক এবং অটোরিকশা জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
সারাক্ষণ রিপোর্ট 


















