২০২৫–২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (চারুকলা ইউনিট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মাত্র ১১.২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ফল প্রকাশ
মঙ্গলবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুরা admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল বা বাংলালিংক নম্বর থেকে DU FRT <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠালেও ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।
আবেদন ও অংশগ্রহণ
চারুকলা অনুষদের ১৩০টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছে ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ হাজার ৩৫২ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
উত্তীর্ণের হার
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৬০২ জন। এর মধ্যে ১৪৫ জন পুরুষ ও ৪৫৭ জন নারী শিক্ষার্থী। সামগ্রিকভাবে উত্তীর্ণের হার ১১.২৫ শতাংশ।
পরীক্ষার তারিখ
চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ নভেম্বর।
সারাক্ষণ রিপোর্ট 



















