গাজীপুরে চুরির সন্দেহে এক যুবককে গাছে বেঁধে হাতুড়ি দিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
অভিযুক্ত কুরবান আলী আটক
বৃহস্পতিবার কুরবান আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। কুরবান দিনাজপুরের সদর উপজেলা এলাকার বিশ্বনাথপুরের বাসিন্দা এবং পেশায় মোটর মেকানিক। তিনি কালিয়াকরণ এলাকার একটি গ্যারেজে কাজ করতেন এবং আলমগীর মাস্টারের মালিকানাধীন ভাড়াবাড়িতে থাকতেন।

আহত যুবকের পরিচয় এখনও অজ্ঞাত
কালিয়াকরণ থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, মারধরের শিকার যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুরবানকে আটক করা হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযান

বৃহস্পতিবার সকালে মারধরের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। ভিডিও ফুটেজ দেখে পুলিশ কুরবানকে শনাক্ত করে এবং সন্ধ্যায় তাকে আটক করে বলে জানান ওসি নাসির উদ্দিন।
#গাজীপুর | চুরির_সন্দেহ | মারধর | যুবক | পুলিশ_আটক | সামাজিক_মাধ্যম
সারাক্ষণ রিপোর্ট 



















