পাবনা শহরে সন্দেহজনক মদপানের পর দুই তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাসপাতালের নথি অনুযায়ী মৃত্যুর প্রাথমিক কারণ অ্যালকোহল সেবন। তবে পরিবারের দাবি ভিন্ন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
পাবনা শহরে শুক্রবার ভোরে মদপানের পর দুই তরুণ অসুস্থ হয়ে পড়েন। মৃতরা হলেন সুমন সরকার (৩৫) ও মামুন (৩২)। সুমনের বাড়ি গোপালপুরে, আর মামুনের বাড়ি রাধানগর মক্তব গ্রামে।
পাবনা জেনারেল হাসপাতালের নার্স সুখী খাতুন জানান, প্রথমজনকে রাত ১২টার দিকে এবং দ্বিতীয়জনকে ভোর ৩টার সময় হাসপাতালে আনা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে যান। আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পরিবারের দাবি—গ্যাস্ট্রিকের সমস্যা
পাবনা সদর থানার ওসি দুলাল উদ্দিন দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরিবারের দাবি, তারা গ্যাস্ট্রিকজনিত জটিলতায় মারা গেছেন। পরিবারের সদস্যরা সুমনের মরদেহ সকালে দাহও করেন।
বিষাক্ত মদপানের অভিযোগ
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই দুই তরুণ ‘পিডি’ নামে পরিচিত এক ধরনের বিষাক্ত মদ পান করেছিলেন। তারা দাবি করেন, এ মদটি ‘চাকি বাড়ি’ নামের একটি বারে পাওয়া যায়, যার মালিক প্রলয় চাকীর—তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক।
পুলিশের প্রাথমিক ধারণা
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, হাসপাতালের নথি অনুযায়ী প্রাথমিকভাবে অ্যালকোহল সেবনের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।
#Pabna #YoungMenDeath #ToxicAlcohol #SarakhonReport
সারাক্ষণ রিপোর্ট 


















