থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত নিয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর বিশেষ বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ ২২ ডিসেম্বর। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
ব্যাংককের অনুরোধে এই সাময়িক বিলম্ব। প্রস্তুতি ও সমন্বয় আরও সুসংহত করতেই সময় চেয়েছে থাইল্যান্ড। তবে কূটনৈতিক তৎপরতা থেমে নেই। প্রতিদিনই ভার্চুয়ালি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন আনোয়ার।
কূটনীতির পথে উত্তেজনা কমানোর চেষ্টা
প্রধানমন্ত্রী জানান, “আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংঘর্ষ বন্ধে আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।” এই বৈঠকের লক্ষ্য ছিল থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত সংঘাতের সাম্প্রতিক অবস্থা মূল্যায়ন এবং উত্তেজনা প্রশমনে যৌথ পদক্ষেপ নেওয়া।
মালয়েশিয়া বর্তমানে আসিয়ানের চেয়ার। তাই ২২ ডিসেম্বরের বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান। আলোচনায় সীমান্ত পরিস্থিতি, মানবিক সহায়তা এবং আস্থাবর্ধক ব্যবস্থাগুলো গুরুত্ব পাবে।

পর্যবেক্ষণ মিশন ও মানবিক সংকট
সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণে আসিয়ান অবজারভার টিম মোতায়েনের প্রস্তাব দিয়েছেন আনোয়ার। এই দলে নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল তান শ্রী মোহদ নিজাম জাফর। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির তথ্যও এতে যুক্ত হবে। এসব প্রতিবেদন আসিয়ান বৈঠকে উপস্থাপন করা হবে।
থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত সংঘাতের শিকড় ঔপনিবেশিক আমলের সীমা নির্ধারণে। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ঘিরেই দ্বন্দ্ব। সাম্প্রতিক লড়াইয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় আট লাখ মানুষ। দুই পক্ষই একে অপরকে সংঘর্ষ উসকে দেওয়ার অভিযোগ করছে।


সারাক্ষণ রিপোর্ট 



















