১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬
সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতা বিএনপিতে যোগদান খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন, ব্যয় ১ হাজার ৪৬১ কোটি টাকা হিন্দু মুদি দোকানদার মণি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা শুরুতে উত্থান থাকলেও ডিএসইতে দিনশেষে পতন, সিএসইতে ঊর্ধ্বমুখী লেনদেন খালেদাকে ঘিরে অতিরিক্ত শোক ও ভিআইপি সুবিধায় প্রশ্নবিদ্ধ নির্বাচনী মাঠ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার চেষ্টা খিলগাঁওয়ে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার সরকার বলেছে হিন্দু বলে রানা প্রতাপ বৈরাগীকে হত্যা করা হয়নি

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান সরকারের মেয়াদে চালু হচ্ছে না

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে উদ্বোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সোমবার ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধনী অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সরকারের মেয়াদের মধ্যে এই টার্মিনাল চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, তৃতীয় টার্মিনাল চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে জাপানের উপমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একাধিক দফা আলোচনা হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি বলে স্বীকার করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় প্রক্রিয়াগত প্রস্তুতি গ্রহণে মনোযোগ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। তার ভাষায়, এখন মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নেওয়া।

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও জানান শেখ বশির উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান সরকারের মেয়াদে চালু হচ্ছে না

০৭:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে উদ্বোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সোমবার ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধনী অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সরকারের মেয়াদের মধ্যে এই টার্মিনাল চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, তৃতীয় টার্মিনাল চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে জাপানের উপমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একাধিক দফা আলোচনা হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি বলে স্বীকার করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় প্রক্রিয়াগত প্রস্তুতি গ্রহণে মনোযোগ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। তার ভাষায়, এখন মূল লক্ষ্য হচ্ছে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নেওয়া।

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও জানান শেখ বশির উদ্দিন।