কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে (৭৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা শুরু
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এরপর সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

কারা কর্তৃপক্ষের বক্তব্য
তাঁর সঙ্গে থাকা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। এ কারণে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ২২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
অসুস্থতার কারণ
কারা কর্তৃপক্ষ জানায়, তাঁর বাম পায়ের আঙুলে গ্যাংগ্রিন হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ক্যাম্পের নিশ্চিতকরণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক শিল্পমন্ত্রীকে হাসপাতালে আনা হয়েছে এবং তাঁর চিকিৎসা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















