মাগুরায় গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে জেলার ইছাখাদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. আকিদুল হোসেন, বয়স ৩৫ বছর। তিনি পাকাকাঞ্চনপুর পূর্বপাড়ার বাসিন্দা এবং পিতা শহর আলী।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল আটটার দিকে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় উত্তেজনা ও ঘটনার পটভূমি
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। ভোর সাড়ে চারটার দিকে তেঙ্গ্যাখালী এলাকা থেকে দুই থেকে তিনজন ব্যক্তি গরু চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়।

পরে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় একজনকে ধরে ফেলা হয়। অভিযোগ রয়েছে, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাকে মারধর করে।
পুলিশের বক্তব্য
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আকিদুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।
তিনি বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে গরু চুরির একটি মামলা রয়েছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাগুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পরিবারের অভিযোগ ও ভিন্ন দাবি
নিহতের পরিবার পুলিশের বক্তব্য ও অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকিদুলের স্ত্রী আদিফা বলেন, তার স্বামীর সঙ্গে গরু চুরির কোনো সম্পর্ক নেই। তিনি ঢাকায় থাকতেন এবং ঘটনার আগের রাতে ঢাকা থেকে ইছাখাদা বাজার এলাকায় এসেছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।
নিহতের ছেলে সান মুনও একই অভিযোগ করেন। তিনি বলেন, তার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, আকিদুল হোসেন সম্প্রতি সাইপ্রাস থেকে দেশে ফিরেছিলেন এবং ঢাকায় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তারা দাবি করেন।
সারাক্ষণ রিপোর্ট 



















