রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, খিলক্ষেতের লে মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. রিয়াজ উদ্দিন করিম জানান, রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

পুলিশের তথ্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















