শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (সাদ) তিন শতাধিক নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলা শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তারা দলে যোগ দেন।
জেলা সাদের নেতৃত্বে যোগদান
দলটিতে যোগদানের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় শেরপুর জেলা সাদের প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের নেতৃত্বে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

যারা বিএনপিতে যোগ দিলেন
নতুন করে বিএনপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে ছিলেন শেরপুর জেলা সাদের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন। এছাড়া সমন্বয়ক ও জ্যেষ্ঠ সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিদ আহমেদ নিলয়, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মনিবুল ইসলাম এবং সমন্বয়ক আশিকুর রহমান আশিক উল্লেখযোগ্য।
বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা
নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি বিএনপিতে যোগ দেওয়া নেতাদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল।
সারাক্ষণ রিপোর্ট 



















