ঢাকার খিলগাঁওয়ের কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে।
নিহতের পরিচয়
নিহত তরুণীর নাম সোনিয়া আক্তার। বয়স ২৯ বছর। তিনি একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন। তাঁদের বাড়ি বরগুনা সদর উপজেলার হেলিগুনিয়া এলাকায়।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
পরিবারের সদস্যরা জানান, সোনিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বামীর সঙ্গে বিরোধের কথা
সোনিয়ার স্বামী মো. ফোরকান জানান, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর সোনিয়া নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে জানালার ফাঁক দিয়ে তাঁকে দেখে দরজা ভেঙে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশের বক্তব্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















