আগের মতো সাজানো বা নিয়ন্ত্রিত কোনো নির্বাচন এবার হবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। ওই সময় তিনি জানান, কমিশন ন্যায় ও সুবিচারে বিশ্বাস করে এবং প্রত্যেক প্রার্থীকে সমান আচরণ দেওয়া হবে।
আপিল প্রক্রিয়া ও সময়সূচি
নামांकनপত্র যাচাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম তিন দিনে প্রায় তিন শতাধিক আপিল আবেদন জমা পড়েছে। কমিশন শুক্রবার পর্যন্ত আপিল গ্রহণ অব্যাহত রাখবে। আগামী দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে এসব আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সারা দেশের তিন শত আসনে যাচাই-বাছাই শেষে এক হাজার আট শত বিয়াল্লিশটি নামांकनপত্র বৈধ এবং সাত শত তেইশটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এই যাচাই-বাছাই প্রক্রিয়া ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত চলে।
নির্বাচনের তারিখ ও প্রচারপর্ব
বারো ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সংক্রান্ত গণভোটের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি। বাইশ জানুয়ারি থেকে প্রচার শুরু হয়ে ভোটগ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগে শেষ হবে। আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ও প্রস্তুতি
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















