এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বাবদ আকুর বিল পরিশোধের কারণেই রিজার্ভে এই সাময়িক হ্রাস দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল বাবদ মোট ১ হাজার ৫৩৫ দশমিক ১৯ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এই পরিশোধের পর ৮ জানুয়ারি পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন ডলার, যা প্রায় ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
আগের অবস্থান থেকে কতটা কমল
এর আগে গত ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৯ দশমিক ১৮ বিলিয়ন ডলার। নতুন হিসাব অনুযায়ী, দুই দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে।
নিট রিজার্ভ কীভাবে হিসাব হয়
উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও বিভিন্ন প্রতিশ্রুত অর্থ বিয়োগ করার পর যে অঙ্ক পাওয়া যায়, সেটিই নিট রিজার্ভ হিসেবে ধরা হয়।
আকু কী এবং কেন প্রভাব পড়ে
আকু হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশসহ এশিয়ার নয়টি দেশের মধ্যে আমদানি ও রপ্তানির অর্থ দুই মাস পরপর সমন্বয় করে পরিশোধ করা হয়। ফলে নির্দিষ্ট সময়ে বড় অঙ্কের আমদানি বিল পরিশোধ করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাময়িকভাবে কমে যায়।
আকুর পটভূমি ও সদস্যদেশ
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইরানের তেহরানে। বর্তমানে আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
সারাক্ষণ রিপোর্ট 



















