বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সব ৬৪ জেলায় জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণ সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেছেন, সময়মতো স্ক্রিনিং ও টিকা নিশ্চিত করা গেলে এই ক্যানসার পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।
জাতীয় প্রেস ক্লাবে জরায়ুমুখ ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে ‘ওয়াক ফর মাদারস’ শীর্ষক একটি র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রোগের ঝুঁকি ও প্রতিরোধের গুরুত্ব
অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেন, স্তন ক্যানসারের পর নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বাধিক ভয়াবহ ক্যানসার। তবে দুঃখজনক বিষয় হলো, সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও টিকাদানের মাধ্যমে আগেভাগেই এটি প্রতিরোধ করা যায়। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে তা আমাদের সবার ব্যর্থতা হবে বলে তিনি মন্তব্য করেন।
জরায়ুমুখের শারীরিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এটি শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশে অবস্থিত। এর পেছনে মলদ্বার ও সামনে মূত্রনালি থাকায় ক্যানসার দ্রুত আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়ে এবং রোগীর অবস্থা দ্রুত জটিল হয়ে ওঠে।
লক্ষণ শনাক্ত ও সচেতনতার আহ্বান
তিনি জানান, মাসিক চক্রের বাইরে অস্বাভাবিক রক্তক্ষরণ এবং মেনোপজের পর রক্তপাত জরায়ুমুখ ক্যানসারের প্রাথমিক সতর্ক সংকেত। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মায়েরা, খালা-ফুফু ও দাদিদের এসব লক্ষণ সম্পর্কে জানাতে হবে এবং প্রয়োজন হলে পরীক্ষার জন্য উৎসাহ দিতে হবে।
পুরুষদের ভূমিকা ও পারিবারিক সহযোগিতা
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধকে শুধু নারীদের বিষয় হিসেবে দেখলে চলবে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সমাজে অধিকাংশ আর্থিক সিদ্ধান্ত পুরুষরাই নিয়ে থাকেন। অনেক নারী জানেন না কোথায় স্ক্রিনিং সেবা পাওয়া যায় বা এর খরচ কত। পুরুষ পরিবারের সদস্যদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সময়মতো পরীক্ষা করানো কঠিন হয়ে পড়ে। তাই এ প্রতিরোধ কার্যক্রমে পুরুষদের সমানভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
রেড ক্রিসেন্টের কার্যক্রম ও পরিকল্পনা
অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেন, বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সব ৬৪ জেলাসহ চারটি বিভাগীয় ইউনিটে মোট ৬৮টি ইউনিট পরিচালনা করছে। পাশাপাশি রয়েছে ৬৪টি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। এসব কেন্দ্রে ধাপে ধাপে ভিআইএ পরীক্ষাসহ প্রাথমিক স্ক্রিনিং সেবা চালু করা হবে। এছাড়া সংস্থার বিপুল সংখ্যক যুব স্বেচ্ছাসেবককে তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে কাজে লাগানো হবে।
টিকা ও স্বাস্থ্য পরামর্শ
তিনি আরও বলেন, জরায়ুমুখ ক্যানসারের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে, যা ১২ বছর বয়স থেকেই দেওয়া সম্ভব। স্তন ক্যানসারের মতো এই রোগে টিকার অভাব নেই, যা নারীদের স্বাস্থ্যের জন্য একটি বড় সুযোগ।
একই সঙ্গে তিনি দীর্ঘদিন ইস্ট্রোজেনযুক্ত জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। তার মতে, টানা পাঁচ বছরের বেশি সময় এসব বড়ি ব্যবহার করলে ক্যানসারের ঝুঁকি সামান্য বাড়তে পারে। এমন ক্ষেত্রে বিকল্প পরিবার পরিকল্পনা পদ্ধতি বা পুরুষদের গর্ভনিরোধক ব্যবহারের কথা ভাবা যেতে পারে।
দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ব্যবস্থার আহ্বান
স্বল্পমেয়াদি কর্মসূচির পরিবর্তে টেকসই স্বাস্থ্যব্যবস্থার ওপর জোর দিয়ে অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেন, তার লক্ষ্য রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করা, যাতে মানুষকে অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যেতে না হয়। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, গণমাধ্যম, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















