হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার স্পষ্ট ভাষায় জানালেন, সাবেক স্বামী বেন অ্যাফ্লেক-এর সঙ্গে বিচ্ছেদের সময় তাঁর জীবনে সবচেয়ে কঠিন ছিল একটি পরিবার ভেঙে যাওয়ার বাস্তবতা। বাইরে যত আলোচনা আর শোরগোলই থাকুক, তাঁর কাছে আসল কষ্ট ছিল সত্যিকারের একটি সম্পর্ক, বন্ধুত্ব আর পারিবারিক বন্ধন হারানো।
বিচ্ছেদের স্মৃতি ও বাস্তবতা
এক সাক্ষাৎকারে গার্নার বলেন, দুহাজার পনেরো সালে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত সহজ ছিল না। কী তিনি সামলাতে পারবেন আর কী পারবেন না, তা বুঝে নিতে হয়েছে। বাইরে কী বলা হচ্ছে, সেটি তাঁর কাছে মুখ্য ছিল না। সবচেয়ে ভারী ছিল পরিবারের ভাঙন, একসঙ্গে গড়া জীবনের হঠাৎ ছেদ।

ভাঙনের পর সম্পর্কের শক্তি
বিচ্ছেদের পর তিন সন্তান ভায়োলেট অ্যান, সেরাফিনা রোজ ও স্যামুয়েলকে কেন্দ্র করেই নতুন করে জীবন গুছিয়েছেন তিনি। গার্নারের ভাষায়, এই সময় তিনি নিজের মানুষদের আরও কাছে টেনেছেন। সম্পর্কই মানুষের শক্তির জায়গা, কঠিন সময়ে যাঁরা পাশে থাকেন, তাঁরাই ভরসা হয়ে ওঠেন।
সহঅভিভাবকত্বের চ্যালেঞ্জ
জনসম্মুখে থাকা দুই তারকার জন্য সহঅভিভাবকত্ব সহজ ছিল না। গার্নার জানান, বিশ্বে আরও বড় সমস্যা আছে ঠিকই, তবে তাঁদের পরিবারের জন্য বিষয়টি ছিল সংবেদনশীল ও জটিল। সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নয়, বরং তাদের সিদ্ধান্ত নিতে শেখানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

হালকা মুহূর্তে নিজেকে দেখা
ব্যস্ত জীবনের মাঝেও নিজের হাস্যরস ধরে রেখেছেন গার্নার। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেরই মজার মুহূর্ত শেয়ার করে দেখিয়েছেন, ঝলমলে উপস্থিতির আড়ালেও সাধারণ জীবনের সরলতা কতটা স্বস্তির।
সারাক্ষণ রিপোর্ট 



















