চট্টগ্রামের পোর্ট এলাকা ও হাটহাজারী উপজেলায় রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন পেশায় মাইক্রোবাসচালক।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন হাটহাজারী উপজেলার বাসিন্দা ও মাইক্রোবাসচালক মাহবুব আলম (৩৭)। তিনি আবদুল নবীর ছেলে। অন্যজন আজিয়ার রহমান (৩৫), নগরের পোর্ট কলোনি এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলার হোসেন আলীর ছেলে।

হাটহাজারীতে ভোরের সংঘর্ষে প্রাণ গেল মাইক্রোবাসচালকের
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, মাহবুব আলম কালাবাগান এলাকায় একটি ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে তুচ্ছ একটি বিষয় নিয়ে ওই এলাকায় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

পোর্ট কলোনিতে ছুরিকাঘাতে আরেকজনের মৃত্যু
অন্য ঘটনায় নগরের পোর্ট কলোনি এলাকায় ভোররাতে আজিয়ার রহমানকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক আবু বক্কর জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ২টা ২০ মিনিটে তিনি মারা যান।
দুটি ঘটনাই আলাদা হলেও স্বল্প সময়ের ব্যবধানে সংঘটিত এই হত্যাকাণ্ড নগরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সারাক্ষণ রিপোর্ট 



















