বাংলাদেশ–কুয়েত বাণিজ্যে স্বস্তির বার্তা
বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি মাংস ও ডিম আমদানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি বাজারে আবারও প্রবেশের সুযোগ পেল দেশের পোল্ট্রি ও প্রাণিজ খাদ্য খাত।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য এবং ডিম আমদানির অনুমোদন দিয়েছে। আগে স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
রপ্তানিতে নতুন গতি
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিক রপ্তানিও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশের পোল্ট্রি শিল্পে বিনিয়োগ ও উৎপাদন আরও সক্রিয় হবে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত গত কয়েক বছরে স্বাস্থ্যমান উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কুয়েতের এই সিদ্ধান্ত সেই অগ্রগতিরই একটি প্রতিফলন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত
বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই অনুমোদন শুধু খাদ্যপণ্য নয়, বাংলাদেশ–কুয়েত সামগ্রিক অর্থনৈতিক সম্পর্কেও ইতিবাচক বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারেও এর প্রভাব পড়তে পারে।
সারাক্ষণ রিপোর্ট 



















