ইউরোপজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে চাপ বাড়তে থাকায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীর বয়স যাচাইয়ে আরও কঠোর হতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে নতুন বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালু করবে প্ল্যাটফর্মটি। মূল লক্ষ্য, তেরো বছরের নিচে শিশুদের অ্যাকাউন্ট দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।

নতুন এই ব্যবস্থা নিয়ে টিকটক জানিয়েছে, ইউরোপে এক বছর ধরে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে নতুন পদ্ধতি। এতে ব্যবহারকারীর প্রোফাইল তথ্য, আপলোড করা ভিডিও এবং আচরণগত সংকেত বিশ্লেষণ করে অনুমান করা হবে অ্যাকাউন্টধারী কম বয়সী কি না।

বয়স শনাক্তকরণে নতুন পদ্ধতি
টিকটকের দাবি, নতুন প্রযুক্তি সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে না। বরং যেসব অ্যাকাউন্টকে কম বয়সী হিসেবে চিহ্নিত করা হবে, সেগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মডারেটররা পর্যালোচনা করবেন। যাচাই শেষে প্রয়োজন হলে অ্যাকাউন্ট সরানো হবে।
নিয়ন্ত্রক চাপ ও ইউরোপের অবস্থান
ইউরোপে তথ্য সুরক্ষা আইন কঠোর হওয়ায় বয়স যাচাই নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। অনেক কর্তৃপক্ষের মতে, বর্তমান পদ্ধতিগুলো হয় কার্যকর নয়, নয়তো ব্যবহারকারীর গোপনীয়তায় অতিরিক্ত হস্তক্ষেপ করে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া ষোলো বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে বিশ্বে প্রথম নজির স্থাপন করেছে। ইউরোপীয় পার্লামেন্টেও বয়সসীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। ডেনমার্কে পনেরো বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব আলোচনায় রয়েছে।

পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল
যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতি চালু করে তেরো বছরের নিচে থাকা হাজারো অতিরিক্ত অ্যাকাউন্ট সরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে টিকটক। তবে প্রতিষ্ঠানটির মতে, গোপনীয়তা বজায় রেখে বয়স নিশ্চিত করার কোনো সর্বজনস্বীকৃত বৈশ্বিক পদ্ধতি এখনো নেই।
আপিল ও যাচাই প্রক্রিয়া
যেসব ব্যবহারকারী অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন, তাদের ক্ষেত্রে মুখাবয়ব বিশ্লেষণের মাধ্যমে বয়স অনুমান, ক্রেডিট কার্ড যাচাই এবং সরকারি পরিচয়পত্র ব্যবহার করা হবে। এই যাচাইয়ে একটি স্বীকৃত সেবা প্রতিষ্ঠানের প্রযুক্তি নেওয়া হচ্ছে। একই ধরনের পদ্ধতি অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যবহার করছে।

ইউরোপের জন্য আলাদা ব্যবস্থা
টিকটক জানিয়েছে, ইউরোপের তথ্য সুরক্ষা আইন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে এই প্রযুক্তি বিশেষভাবে ইউরোপের জন্য তৈরি করা হয়েছে। উন্নয়ন পর্যায়ে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি চালু হলে ইউরোপের ব্যবহারকারীদের আগাম জানানো হবে বলেও জানিয়েছে টিকটক।
সারাক্ষণ রিপোর্ট 


















