শাসন ও পরিবেশ নিয়ে কঠোর অবস্থান
চীনে অবৈধ বিলাসবহুল ভিলা ও ব্যক্তিগত রিসোর্টের বিরুদ্ধে আবারও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এসব স্থাপনাকে তিনি দুর্নীতি, প্রশাসনিক শিথিলতা এবং পরিবেশ ক্ষতির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
দলীয় তাত্ত্বিক সাময়িকী ‘চিউশি’-তে প্রকাশিত বক্তব্যের অংশে দেখা যায়, কেন্দ্রীয় নগর উন্নয়ন সম্মেলনে শি এসব অবৈধ নির্মাণ বন্ধে কঠোর নিয়ন্ত্রণের নির্দেশ দেন।

শহর উন্নয়ন বনাম অনিয়ম
শি জিনপিং বলেন, চীন নগর অবকাঠামো ও জনসেবায় বড় অগ্রগতি করেছে। তবে কিছু কর্মকর্তা ও ধনী গোষ্ঠী পরিকল্পনার ফাঁকফোকর কাজে লাগিয়ে পাহাড় ও সংরক্ষিত এলাকায় অবৈধ নির্মাণ চালিয়েছে।
এই নির্মাণগুলো শুধু ভূমি দখলই নয়, পরিবেশ ও নগর পরিকল্পনাকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করা হয়।
দুর্নীতিবিরোধী বার্তা
বিশ্লেষকেরা বলছেন, অবৈধ ভিলার প্রসঙ্গ আবার সামনে আনা চীনের দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতারই অংশ। একই সঙ্গে এটি টেকসই নগরায়ণের রাজনৈতিক বার্তা।
সারাক্ষণ রিপোর্ট 



















