শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (সাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ৩০০-এর বেশি পুলিশ সদস্যের পাশাপাশি বিএনসিসি সদস্যদের মোতায়েন করা হবে।
নিরাপত্তা জোরদারে প্রশাসনের সিদ্ধান্ত
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্তরে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টিম
তিনি বলেন, নির্বাচনের দিন প্রধান ফটক, পকেট গেটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব স্থানে বিশেষ নিরাপত্তা দল মোতায়েন থাকবে। এসব টিম সার্বক্ষণিক নজরদারি করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
যানবাহন চলাচলে কড়াকড়ি
নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি পাবে। অন্যান্য সব ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
স্বাস্থ্যসেবার প্রস্তুতি
ভোটগ্রহণ চলাকালে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল টিম দায়িত্বে থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
শান্তিপূর্ণ ভোটগ্রহণে কর্তৃপক্ষের প্রত্যাশা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২০ জানুয়ারি সাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















