সিডনির উত্তরের সমুদ্রসৈকতে আবারও হাঙরের হামলায় আহত হলেন এক সার্ফার। মাত্র দুই দিনের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণের পায়ে মারাত্মক আঘাত লেগেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিডনির উত্তরাঞ্চলের সব সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
উত্তর সিডনির সৈকতে আতঙ্ক
পুলিশ জানিয়েছে, আক্রান্ত সার্ফারের বয়স আনুমানিক কুড়ির কোঠায়। ম্যানলি এলাকার নর্থ স্টেইন সৈকতে সার্ফিং করার সময় হঠাৎ হাঙরের আক্রমণের শিকার হন তিনি। সমুদ্র থেকে তাঁকে টেনে তোলেন আশেপাশে থাকা সাধারণ মানুষ। জরুরি পরিষেবা পৌঁছানোর আগেই তাঁরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

একই উপকূলে একের পর এক ঘটনা
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ডি হোয়াই পয়েন্ট এলাকায় আরেকটি ঘটনা ঘটে। সেখানে প্রায় এগারো বছরের এক কিশোর সার্ফ করছিল। হাঙর তার সার্ফ বোর্ডের বড় অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। কিশোরটি অক্ষত থাকলেও সঙ্গে সঙ্গে সৈকত বন্ধ করে দেওয়া হয়।
এর একদিন আগে সিডনি হারবারের ভক্লুস এলাকার শার্ক বিচে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় বারো বছরের এক কিশোর হাঙরের হামলায় গুরুতর আহত হয়। ছয় মিটার উঁচু একটি পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সময় হঠাৎ আক্রমণ চালায় হাঙর। পায়ে গভীর ক্ষত নিয়ে সে এখনো জীবন-মৃত্যুর লড়াইয়ে।
পুলিশের বক্তব্য ও উদ্ধার অভিযান

নিউ সাউথ ওয়েলসের সামুদ্রিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জোসেফ ম্যাকনাল্টি জানান, ঘটনাস্থলের দৃশ্য ছিল ভয়াবহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুল হাঙরই শিশুটির পায়ে আক্রমণ করে। তিনি বলেন, শিশুটির সাহসী বন্ধুরাই তাকে দ্রুত পানি থেকে তুলে আনে। পুলিশ নৌকায় করে অচেতন অবস্থায় শিশুটিকে নিয়ে গিয়ে রক্তক্ষরণ বন্ধে টুর্নিকেট ব্যবহার করে। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
বৃষ্টির পানি ও হাঙরের ঝুঁকি
কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে নদীর মিষ্টি পানি হারবারে মিশে গেছে। এর সঙ্গে শিশুদের পানিতে ছটফটানি মিলিয়ে হাঙরের জন্য তৈরি হয় ঝুঁকিপূর্ণ পরিবেশ। এ কারণেই হারবার ও নদী সংলগ্ন এলাকায় সাঁতার কাটতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাড়ছে হামলা কেন
তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অষ্টাদশ শতকের শেষভাগ থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি হাঙর সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কয়েক শতাধিক ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, সমুদ্রে ভিড় বাড়া এবং পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে হাঙরের চলাচলের পথ বদলে যাচ্ছে। এর ফলেই সাম্প্রতিক বছরগুলোতে হামলার ঘটনা বাড়ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















