রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই বিভাগ দুটি হলো রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
নিকার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
মঙ্গলবার জাতীয় প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন বাস্তবায়ন কমিটির একশ ঊনিশতম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল নিকার প্রথম বৈঠক। রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বৈঠকে মোট এগারোটি প্রশাসনিক পুনর্গঠনসংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
রাজস্ব খাতে নতুন কাঠামো
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয়েছে। সরকারের রাজস্ব সংগ্রহ ও ব্যবস্থাপনায় জবাবদিহি এবং কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুনর্গঠন
বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাঠামো পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর আওতায় স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ একীভূত করা হবে। এতে প্রশাসনিক সমন্বয় জোরদার হবে বলে মনে করছে সরকার।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। বাংলায় মন্ত্রণালয়ের নাম হবে নারী ও শিশু মন্ত্রণালয়। তবে ইংরেজিতে মন্ত্রণালয়ের নাম অপরিবর্তিত থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবেই বহাল থাকবে।
সাতক্ষীরা জেলা ও নতুন থানা অনুমোদন
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে খ বিভাগ থেকে ক বিভাগে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ থানা এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ি থানা।
এছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভাগ করে নতুন একটি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও নিকার বৈঠকে অনুমোদন পেয়েছে।
উচ্চপর্যায়ের উপস্থিতি
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান সচিবসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, সচিব ও জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত ছিলেন।
সারাক্ষণ রিপোর্ট 


















