নতুন বছর মানেই নতুন পথচলা। ঠিক সেই বার্তাও এবার ভক্তদের কাছে পৌঁছে দিলেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। আসন্ন রোমান্টিক ছবি ডু দিওয়ানে সেহের মেঁ–এর ঝলক প্রকাশের পরই তিনি ইঙ্গিত দিলেন আরও একটি নতুন কাজের, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
নতুন যাত্রার আভাস
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাদা কালো একটি ছবিতে মৃণাল তুলে ধরেন একটি চিত্রনাট্যের ঝলক। ছবির সঙ্গে লেখেন নতুন বছর, নতুন চিত্রনাট্য, নতুন শুরু, সবই নতুন, আর সঙ্গে হায়দ্রাবাদের উদ্দেশ্যে শুভেচ্ছা। যদিও তাঁর হাতের আড়ালে চিত্রনাট্যের নাম ও বিস্তারিত ঢাকা পড়ে যায়, তবু এই ইঙ্গিতেই স্পষ্ট, সামনে নতুন এক সৃজনশীল যাত্রায় পা রাখতে চলেছেন তিনি।
ডু দিওয়ানে সেহের মেঁ ঘিরে উত্তেজনা
এর মধ্যেই আলোচনায় রয়েছে মৃণাল ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ডু দিওয়ানে সেহের মেঁ। সম্প্রতি প্রকাশিত ঝলকে পরিচিত গানের আবহে উঠে এসেছে ভালোবাসার অনিশ্চয়তা, দ্বিধা আর না বলা কথার গল্প। দুই চরিত্র নিজেদের খুঁজতে গিয়ে আবিষ্কার করে সম্পর্কের গভীরতা ও আবেগের নতুন মাত্রা।
মুক্তির দিনক্ষণ ও নির্মাতা
রবি উদ্যাওয়ার পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস ও বানসালি প্রোডাকশনস। সঞ্জয় লীলা বানসালি, প্রেরণা সিং, উমেশ কুমার বনসাল ও ভরত কুমার রাঙ্গার প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারির কুড়ি তারিখে।
দাকয়েট ও ভিন্ন অভিজ্ঞতা
ডু দিওয়ানে সেহের মেঁ–এর পাশাপাশি মৃণালের তালিকায় রয়েছে দাকয়েট। এই ছবিতে তিনি অভিনয় করেছেন আদিভি শেষের বিপরীতে। প্রতিশোধে উন্মুখ এক বন্দির গল্পে তৈরি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রকাশ রাজ, সুনীল, অতুল কুলকার্নি, জাইন মেরি খান ও কামাক্ষী ভাস্করলা। হিন্দি ও তেলুগু ভাষায় একসঙ্গে নির্মিত এই ছবিকেই মৃণাল তাঁর প্রথম দ্বিভাষিক কাজ হিসেবে উল্লেখ করেছেন।

অভিনয় নিয়ে মনের কথা
দাকয়েটের ঝলক প্রকাশের অনুষ্ঠানে মৃণাল জানান, এই ছবি তাঁকে লাভ সোনিয়া–র মতো গভীর আবেগী চরিত্রে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। সহশিল্পী আদিভি শেষ ও অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে তিনি শেখার এক ধরনের পাঠশালা বলেও উল্লেখ করেন।
সামনে কী অপেক্ষা করছে
নতুন চিত্রনাট্যের রহস্য, আসন্ন মুক্তি আর ভিন্ন ধারার চরিত্র, সব মিলিয়ে মৃণাল ঠাকুরের সামনে সময়টা যে বেশ ব্যস্ত ও সম্ভাবনাময়, তা বলাই যায়। নতুন বছরের শুরুতেই তাই তাঁর ভক্তদের প্রত্যাশাও আকাশছোঁয়া।
সারাক্ষণ রিপোর্ট 


















