২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলার ঘটনায় মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র এবং ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, এসব অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অস্ত্র উদ্ধারের বর্তমান অগ্রগতি
সেনাপ্রধানের দেওয়া তথ্যমতে, লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে। যা মোট লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ দশমিক ৪ শতাংশ। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে অস্ত্র উদ্ধারের কার্যক্রম এখনো চলমান রয়েছে।
গোলাবারুদ উদ্ধারের চিত্র
একই সময়ে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার করা হয়েছে। এ হার মোট লুট হওয়া গোলাবারুদের প্রায় ৫২ শতাংশ বলে জানান সেনাপ্রধান।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটকে সামনে রেখে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব তথ্য তুলে ধরেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো পারস্পরিক সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
সেনাপ্রধানের মতে, এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশবাসী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে।
উচ্চপর্যায়ের বৈঠক ও উপস্থিতি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমাদও উপস্থিত ছিলেন।
সারাক্ষণ রিপোর্ট 


















