হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের মনোনয়নে নতুন ইতিহাস তৈরি করল ভৌতিক ঘরানার সিনেমা সিনার্স। বৃহস্পতিবার ঘোষিত তালিকায় একাই সর্বোচ্চ ষোলটি বিভাগে মনোনয়ন পেয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল ছবিটি। এর আগে চৌদ্দটি করে মনোনয়ন পেয়েছিল অল অ্যাবাউট ইভ, টাইটানিক এবং লা লা ল্যান্ড।
ভৌতিক গল্পে অস্কারের দাপট
ভ্যাম্পায়ার ভিত্তিক এই সিনেমার সাফল্য অনেকের কাছেই বিস্ময়কর। এতদিন ভৌতিক সিনেমা অস্কারের মূল আলোচনার বাইরে থাকলেও সিনার্স সেই ধারণা ভেঙে দিল। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রী সহ গুরুত্বপূর্ণ বিভাগে জায়গা করে নিয়েছে ছবিটি।
ব্রিটিশ শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি
এই ছবির মাধ্যমে আলোচনায় এসেছেন ব্রিটিশ-নাইজেরিয়ান অভিনেত্রী উনমি মোসাকু। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। একই সঙ্গে লন্ডনে জন্ম নেওয়া ডেলরয় লিন্ডো সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন।

পরিচালনা ও অভিনয়ের বড় নাম
ছবিটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মাইকেল বি জর্ডান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তিমোথি শালামি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক এবং ওয়াগনার মউরা। অন্যদিকে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন জেসি বাকলি, যিনি আগেই গোল্ডেন গ্লোব জিতে আলোচনায় ছিলেন।
বাদ পড়লেন জনপ্রিয় তারকারা
মনোনয়নের তালিকায় জায়গা না পেয়ে হতাশ হয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। হ্যামলেট সিনেমার অভিনেতা পল মেসকাল মনোনয়ন থেকে বাদ পড়েছেন। একইভাবে উইকেড ফর গুড ছবির সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্রান্ডেও মনোনয়ন পাননি।
অস্কার মঞ্চের অপেক্ষা
সব মিলিয়ে সিনার্স এখন অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা সিনেমা। আগামী পনেরো মার্চ অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, রেকর্ড মনোনয়ন বাস্তবে কতটি পুরস্কারে রূপ নেয়।
সারাক্ষণ রিপোর্ট 


















