০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় করাচিতে ইতিহাসের চাকা ঘুরল ফ্রেয়ার হলে, দুর্লভ প্রাচীন গাড়ির প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, নেতৃত্বে বাস্তববাদী তো লাম শ্রীনগরে তুষারঝড়ে আকাশপথ বন্ধ, বাতিল সব ফ্লাইট, অচল সড়ক ও রেল যোগাযোগ জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি- কী অর্থ বহন করে? ইন্দোনেশিয়ায় ভূমিধসের তাণ্ডব, নিখোঁজ ৪২ জনের মধ্যে এলিট মেরিন সদস্য, মৃত ১৭ সংস্কৃতি অবমাননার অভিযোগে রাজনীতির উত্তাপ, গামোছা পরা না-পরা নিয়ে মুখোমুখি বিজেপি–কংগ্রেস ক্যানসার সচেতনতায় ইতিহাস গড়তে আমিরাতে ক্যানসার রান দুই হাজার ছাব্বিশ সংযুক্ত আরব আমিরাতে পরিচ্ছন্ন জ্বালানির পথে নতুন দিশা, বিদ্যুৎ গ্রিড রূপান্তরে একাডেমিক পাঠ্যবইয়ের ভূমিকা ফিলিস্তিনি মানবিক সংগঠন তাওউন পেল জায়েদ মানব ভ্রাতৃত্ব পুরস্কার, স্বীকৃতি পেল চার দশকের কাজ

সুদানের যুদ্ধে ঘরছাড়া তিন কোটির বেশি মানুষ ফিরছেন ঘরে, তবু থামেনি সহিংসতা

প্রায় তিন বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধে ঘরছাড়া হওয়া তিন কোটিরও বেশি সুদানি মানুষ আবার নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, যুদ্ধ চলমান থাকলেও দেশজুড়ে ঘরে ফেরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যুদ্ধের পটভূমি

দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদানে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। একদিকে রয়েছে দেশটির নিয়মিত সেনাবাহিনী, অন্যদিকে আধাসামরিক দ্রুত সহায়তা বাহিনী। এই যুদ্ধে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট। একসময় দেশটির ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছিলেন।

UN says 3.3 million war-displaced Sudanese return home | Arab News

ফেরার সংখ্যা বাড়ছে

জাতিসংঘের অভিবাসন সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বর পর্যন্ত আনুমানিক তিন কোটি ত্রিশ লাখ বাস্তুচ্যুত সুদানি মানুষ নিজ এলাকায় ফিরে গেছেন। সেনাবাহিনীর একের পর এক অভিযানে কেন্দ্রীয় অঞ্চল পুনর্দখলের পর এই প্রবণতা বাড়ে। বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে বড় ধরনের সামরিক অভিযানের পর অনেক পরিবার ঘরে ফেরার সাহস পান।

খার্তুমে সবচেয়ে বেশি প্রত্যাবর্তন

প্রতিবেদন অনুযায়ী, ঘরে ফেরা মানুষের বড় অংশ এসেছেন দেশের ভেতরের আশ্রয়কেন্দ্রগুলো থেকে। বিদেশ থেকে ফিরেছেন তুলনামূলক কম মানুষ। রাজধানী খার্তুমে ফিরেছেন প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ। এরপরেই রয়েছে আল জাজিরা রাজ্য, যেখানে ফিরেছেন প্রায় এক কোটি দশ লাখ বাসিন্দা।

The UN says more than 10 million people in Sudan have now fled their homes  as war continues | The Seattle Times

সরকার ও পুনর্গঠনের উদ্যোগ

দীর্ঘ সময় লোহিত সাগরের বন্দরনগরী থেকে পরিচালনার পর সেনাবাহিনী-সমর্থিত সরকার রাজধানীতে ফেরার ঘোষণা দিয়েছে। খার্তুম পুনর্দখলের পর থেকেই শহর পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় সংঘর্ষ কিছুটা কমলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মাঝেমধ্যে ড্রোন হামলা চালাচ্ছে দ্রুত সহায়তা বাহিনী।

দেশের অন্য অংশে ভয়াবহ অবস্থা

দেশের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। কর্দোফান অঞ্চলে দ্রুত সহায়তা বাহিনী আরও ভেতরে ঢুকে পড়েছে। দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখলের পর গণহত্যা, ধর্ষণ, অপহরণ ও লুটপাটের অভিযোগ সামনে আসে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।

Europe Is Helping Fuel Conflict in Sudan While Slamming the Door on Its  Victims

আঞ্চলিক অস্থিরতার প্রভাব

এদিকে প্রতিবেশী দক্ষিণ সুদানেও উত্তেজনা বাড়ছে। সেখানে সামরিক অভিযানের আগে জাতিসংঘ মিশন ও বিভিন্ন ত্রাণ সংস্থাকে কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুরো অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

 

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

সুদানের যুদ্ধে ঘরছাড়া তিন কোটির বেশি মানুষ ফিরছেন ঘরে, তবু থামেনি সহিংসতা

০৫:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

প্রায় তিন বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধে ঘরছাড়া হওয়া তিন কোটিরও বেশি সুদানি মানুষ আবার নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, যুদ্ধ চলমান থাকলেও দেশজুড়ে ঘরে ফেরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যুদ্ধের পটভূমি

দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদানে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। একদিকে রয়েছে দেশটির নিয়মিত সেনাবাহিনী, অন্যদিকে আধাসামরিক দ্রুত সহায়তা বাহিনী। এই যুদ্ধে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট। একসময় দেশটির ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছিলেন।

UN says 3.3 million war-displaced Sudanese return home | Arab News

ফেরার সংখ্যা বাড়ছে

জাতিসংঘের অভিবাসন সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বর পর্যন্ত আনুমানিক তিন কোটি ত্রিশ লাখ বাস্তুচ্যুত সুদানি মানুষ নিজ এলাকায় ফিরে গেছেন। সেনাবাহিনীর একের পর এক অভিযানে কেন্দ্রীয় অঞ্চল পুনর্দখলের পর এই প্রবণতা বাড়ে। বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে বড় ধরনের সামরিক অভিযানের পর অনেক পরিবার ঘরে ফেরার সাহস পান।

খার্তুমে সবচেয়ে বেশি প্রত্যাবর্তন

প্রতিবেদন অনুযায়ী, ঘরে ফেরা মানুষের বড় অংশ এসেছেন দেশের ভেতরের আশ্রয়কেন্দ্রগুলো থেকে। বিদেশ থেকে ফিরেছেন তুলনামূলক কম মানুষ। রাজধানী খার্তুমে ফিরেছেন প্রায় এক কোটি চল্লিশ লাখ মানুষ। এরপরেই রয়েছে আল জাজিরা রাজ্য, যেখানে ফিরেছেন প্রায় এক কোটি দশ লাখ বাসিন্দা।

The UN says more than 10 million people in Sudan have now fled their homes  as war continues | The Seattle Times

সরকার ও পুনর্গঠনের উদ্যোগ

দীর্ঘ সময় লোহিত সাগরের বন্দরনগরী থেকে পরিচালনার পর সেনাবাহিনী-সমর্থিত সরকার রাজধানীতে ফেরার ঘোষণা দিয়েছে। খার্তুম পুনর্দখলের পর থেকেই শহর পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় সংঘর্ষ কিছুটা কমলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মাঝেমধ্যে ড্রোন হামলা চালাচ্ছে দ্রুত সহায়তা বাহিনী।

দেশের অন্য অংশে ভয়াবহ অবস্থা

দেশের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। কর্দোফান অঞ্চলে দ্রুত সহায়তা বাহিনী আরও ভেতরে ঢুকে পড়েছে। দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখলের পর গণহত্যা, ধর্ষণ, অপহরণ ও লুটপাটের অভিযোগ সামনে আসে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।

Europe Is Helping Fuel Conflict in Sudan While Slamming the Door on Its  Victims

আঞ্চলিক অস্থিরতার প্রভাব

এদিকে প্রতিবেশী দক্ষিণ সুদানেও উত্তেজনা বাড়ছে। সেখানে সামরিক অভিযানের আগে জাতিসংঘ মিশন ও বিভিন্ন ত্রাণ সংস্থাকে কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুরো অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।