০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
রমজান সামনে রেখে এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় প্রায় ১৮৬ কোটি টাকা নারী হেনস্তার অভিযোগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি নিরস্ত্রীকরণ আলোচনার আগে গাজায় পুলিশ রাখতে চায় হামাস, নতুন প্রশাসন ঘিরে টানাপোড়েন গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় করাচিতে ইতিহাসের চাকা ঘুরল ফ্রেয়ার হলে, দুর্লভ প্রাচীন গাড়ির প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, নেতৃত্বে বাস্তববাদী তো লাম শ্রীনগরে তুষারঝড়ে আকাশপথ বন্ধ, বাতিল সব ফ্লাইট, অচল সড়ক ও রেল যোগাযোগ জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি- কী অর্থ বহন করে? ইন্দোনেশিয়ায় ভূমিধসের তাণ্ডব, নিখোঁজ ৪২ জনের মধ্যে এলিট মেরিন সদস্য, মৃত ১৭ সংস্কৃতি অবমাননার অভিযোগে রাজনীতির উত্তাপ, গামোছা পরা না-পরা নিয়ে মুখোমুখি বিজেপি–কংগ্রেস

সংস্কৃতি অবমাননার অভিযোগে রাজনীতির উত্তাপ, গামোছা পরা না-পরা নিয়ে মুখোমুখি বিজেপি–কংগ্রেস

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়াল বিজেপি ও কংগ্রেস। আসামের ঐতিহ্যবাহী গামোছা না পরার অভিযোগে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাবে বিষয়টিকে অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কংগ্রেস।

গামোছা নিয়ে বিজেপির অভিযোগ

বিজেপির দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত সংবর্ধনায় উপস্থিত অতিথিদের মধ্যে একমাত্র রাহুল গান্ধীই আসামি গামোছা পরেননি। দলটির অভিযোগ, এটি উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি ও মানুষের প্রতি অসম্মান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সময় বদলালেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মানসিকতা বদলায়নি। তাঁর বক্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি অতিথিরা সবাই গামোছা পরলেও রাহুল গান্ধী তা পরেননি, যা গোটা উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য অপমানজনক। এ জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

Rahul 'insulted' northeast by not wearing Gamosa at reception hosted by  President: BJP - The Hindu

বিজেপির জাতীয় মুখপাত্রদের কণ্ঠও ছিল একই সুরে। তাঁদের মতে, রাষ্ট্রপতির অনুষ্ঠানে এমন আচরণ শালীনতার পরিপন্থী এবং এটি কংগ্রেসের উত্তর-পূর্ব বিরোধী মনোভাবকেই তুলে ধরে।

কংগ্রেসের পাল্টা জবাব

বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলটির নেতারা প্রশ্ন তুলেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ওই অনুষ্ঠানে গামোছা পরেননি—তাহলে তাঁর কাছ থেকেও কি ক্ষমা চাওয়া হবে। কংগ্রেসের বক্তব্য, সংস্কৃতির দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির উদ্দেশ্য।

কংগ্রেস নেতারা আরও বলেন, আসল ইস্যু থেকে নজর ঘোরাতে গামোছার মতো বিষয় সামনে আনা হচ্ছে। তাঁদের দাবি, ক্ষমতাসীন দলের ভিতরে বাড়তে থাকা জনঅসন্তোষ আড়াল করতেই এই ধরনের বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।

BJP Accuses, Congress Counters: Gamosa and Seating Row Arrangement Spark  Republic Day Political Storm | India News - Times Now

প্রোটোকল বিতর্কে নতুন মাত্রা

এই ঘটনার মধ্যেই কংগ্রেস অভিযোগ তোলে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেকে পেছনের সারিতে বসানো হয়েছে, যা প্রোটোকল লঙ্ঘনের শামিল। দলের নেতারা একে বিরোধীদলের প্রতি অসম্মান বলে উল্লেখ করেন।

এ অভিযোগও নাকচ করে বিজেপি। দলটির দাবি, প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে আসনবিন্যাস নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক। বিজেপির বক্তব্য, রাহুল গান্ধী জাতীয় স্বার্থের চেয়ে রাজনীতিকেই অগ্রাধিকার দেন।

 

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় প্রায় ১৮৬ কোটি টাকা

সংস্কৃতি অবমাননার অভিযোগে রাজনীতির উত্তাপ, গামোছা পরা না-পরা নিয়ে মুখোমুখি বিজেপি–কংগ্রেস

০৬:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়াল বিজেপি ও কংগ্রেস। আসামের ঐতিহ্যবাহী গামোছা না পরার অভিযোগে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাবে বিষয়টিকে অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কংগ্রেস।

গামোছা নিয়ে বিজেপির অভিযোগ

বিজেপির দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত সংবর্ধনায় উপস্থিত অতিথিদের মধ্যে একমাত্র রাহুল গান্ধীই আসামি গামোছা পরেননি। দলটির অভিযোগ, এটি উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি ও মানুষের প্রতি অসম্মান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সময় বদলালেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মানসিকতা বদলায়নি। তাঁর বক্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি অতিথিরা সবাই গামোছা পরলেও রাহুল গান্ধী তা পরেননি, যা গোটা উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য অপমানজনক। এ জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

Rahul 'insulted' northeast by not wearing Gamosa at reception hosted by  President: BJP - The Hindu

বিজেপির জাতীয় মুখপাত্রদের কণ্ঠও ছিল একই সুরে। তাঁদের মতে, রাষ্ট্রপতির অনুষ্ঠানে এমন আচরণ শালীনতার পরিপন্থী এবং এটি কংগ্রেসের উত্তর-পূর্ব বিরোধী মনোভাবকেই তুলে ধরে।

কংগ্রেসের পাল্টা জবাব

বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলটির নেতারা প্রশ্ন তুলেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ওই অনুষ্ঠানে গামোছা পরেননি—তাহলে তাঁর কাছ থেকেও কি ক্ষমা চাওয়া হবে। কংগ্রেসের বক্তব্য, সংস্কৃতির দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই বিজেপির উদ্দেশ্য।

কংগ্রেস নেতারা আরও বলেন, আসল ইস্যু থেকে নজর ঘোরাতে গামোছার মতো বিষয় সামনে আনা হচ্ছে। তাঁদের দাবি, ক্ষমতাসীন দলের ভিতরে বাড়তে থাকা জনঅসন্তোষ আড়াল করতেই এই ধরনের বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।

BJP Accuses, Congress Counters: Gamosa and Seating Row Arrangement Spark  Republic Day Political Storm | India News - Times Now

প্রোটোকল বিতর্কে নতুন মাত্রা

এই ঘটনার মধ্যেই কংগ্রেস অভিযোগ তোলে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেকে পেছনের সারিতে বসানো হয়েছে, যা প্রোটোকল লঙ্ঘনের শামিল। দলের নেতারা একে বিরোধীদলের প্রতি অসম্মান বলে উল্লেখ করেন।

এ অভিযোগও নাকচ করে বিজেপি। দলটির দাবি, প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে আসনবিন্যাস নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক। বিজেপির বক্তব্য, রাহুল গান্ধী জাতীয় স্বার্থের চেয়ে রাজনীতিকেই অগ্রাধিকার দেন।