ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি পুলিশ ক্যাম্পের ভেতর থেকে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ক্যাম্পের শৌচাগারে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পরিচয় ও কর্মজীবন
নিহত পুলিশ কনস্টেবলের নাম শফিকুল ইসলাম (৪৭)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা মান্নান মল্লিকের ছেলে। শফিকুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার বিবরণ
যাত্রাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. রাসেল জানান, বুধবার সকালে ক্যাম্পের শৌচাগারে শফিকুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
ময়নাতদন্ত ও পুলিশের ধারণা
ঘটনার পর দুপুর দেড়টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
ময়নাতদন্ত শেষে শফিকুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















