ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন ভূমি কর্মকর্তারা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তারা।
মানববন্ধনের কর্মসূচি
বাংলাদেশ ল্যান্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তারা একযোগে অংশ নেন।
ভূমি কর্মকর্তাদের অভিযোগ
মানববন্ধনে বক্তারা জানান, দায়িত্ব পালনকালে ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়ের করছে। এতে তাঁদের পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
তাঁরা বলেন, জমিসংক্রান্ত বিরোধে দলিলের সত্যতা যাচাই বা নির্ধারণের কোনো আইনগত ক্ষমতা কিংবা সুযোগ ভূমি কর্মকর্তাদের নেই। এরপরও ইচ্ছাকৃতভাবে তাঁদের মামলায় জড়ানো হচ্ছে, যা নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে।
নিয়োগ, পদোন্নতি ও বেতন সংক্রান্ত সমস্যা
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ভূমি কর্মকর্তারা নিয়োগ ও পদোন্নতির জটিলতা, বেতন নির্ধারণে বৈষম্য এবং প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। ঝুঁকিপূর্ণ মাঠপর্যায়ের দায়িত্ব পালন করলেও সে অনুযায়ী কোনো বিশেষ সুবিধা বা ভাতা তাঁরা পাচ্ছেন না।
আন্দোলন জোরদারের হুঁশিয়ারি
ভূমি কর্মকর্তারা সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
ছয় দফা দাবি
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে জমি সংক্রান্ত বিরোধে হয়রানিমূলক ও মিথ্যা মামলার হাত থেকে সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তাদের দায়মুক্তি দিতে গেজেট প্রজ্ঞাপন জারি, নিয়োগবিধি অনুসরণ করে ৪০তম ও ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে শূন্য পদে ধারাবাহিকভাবে নিয়োগ নিশ্চিত করা, সহকারী ভূমি কর্মকর্তাদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং উপসহকারী ভূমি কর্মকর্তাদের ১২তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করা, নিয়োগ ও পদোন্নতির জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন, বেতন নির্ধারণে জটিলতা ও বৈষম্য দূর করা এবং মাঠপর্যায়ের ঝুঁকি ও অতিরিক্ত দায়িত্ব বিবেচনায় বিশেষ বা ঝুঁকি ভাতা প্রদান।
স্মারকলিপি প্রদান
কর্মসূচি শেষে ভূমি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল তাঁদের ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ডেস্কের মাধ্যমে সিনিয়র সচিবের কাছে জমা দেন।
Sarakhon Report 



















