রাজধানীর উত্তরা সেক্টর-১১ এলাকায় একটি কিচেন মার্কেটে বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে বাজারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটের দিকে কিচেন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাজারজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















