চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপ বসানোর জন্য খোঁড়া একটি গভীর গর্তে পড়ে গেছে তিন বছরের এক শিশু। বুধবার দুপুরের দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির নাম মেজবাহ উদ্দিন। খেলতে গিয়ে অসাবধানতাবশত সে গর্তটির মধ্যে পড়ে যায়। গর্তটির প্রস্থ আনুমানিক এক ফুট এবং গভীরতা প্রায় ৩০ ফুট।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, উদ্ধার কাজে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অংশ নিচ্ছে।
তিনি বলেন, গর্তটি খুব সরু হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। তবে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















