নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে বুধবার পটুয়াখালী ও খুলনা জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আইনশৃঙ্খলা ও দায়িত্ব পালন পর্যবেক্ষণ
পরিদর্শনকালে সেনাপ্রধান মাঠপর্যায়ে দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের কাজকর্ম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক
সফরের অংশ হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি বৈঠকে অংশ নেন সেনাপ্রধান। সেখানে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা
বৈঠকগুলোতে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর জোর
দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন সেনাপ্রধান।
উপস্থিত কর্মকর্তারা
পটুয়াখালী ও খুলনা সফরকালে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার জিওসি, সেনাবাহিনী সদর দপ্তরসহ বরিশাল ও যশোর এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সারাক্ষণ রিপোর্ট 



















