বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার অবস্থান আবারও স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে অংশীদারত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সব দলের সঙ্গেই কাজ করতে আগ্রহী।
রাষ্ট্রদূতের মন্তব্য
বৃহস্পতিবার রাজধানীতে এক বৈঠক শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যৌথ শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায়। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার ও ধারাবাহিক।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক
রাষ্ট্রদূত জানান, এদিন তাঁর দপ্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত আমিরের দৃষ্টিভঙ্গি ও মতামত তিনি শুনেছেন।
নির্বাচন প্রসঙ্গ
বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ও ভাবনা জানাটা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেন তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















