ক্রিকেট নিয়ে দীর্ঘদিন লেখালেখির অভিজ্ঞতা থাকলেও ভারতের টেস্ট ক্রিকেটারদের অনেক অজানা গল্প যে নিজের অজানাই ছিল, তা বুঝে বিস্মিত হয়েছিলেন দুবাই প্রবাসী ক্রীড়া সাংবাদিক কে আর নায়ার। বিশ্বকাপ কভারেজ, স্মরণীয় ম্যাচ আর কিংবদন্তি ক্রিকেটারদের সাক্ষাৎকারের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ভারতের সব টেস্ট ক্রিকেটারকে নিয়ে বই লেখার কাজে বসে তিনি বুঝতে পারেন, ইতিহাসের অনেক অধ্যায়ই রয়ে গেছে আড়ালে।
এই উপলব্ধি থেকেই জন্ম নেয় ‘তিনশো আঠারো—ভারতীয় টেস্ট ক্যাপের ফিসফাস’ নামের বইটি। ধারণাটি আসে দুবাইয়ের প্রবীণ ক্রিকেট কোচ ও নায়ারের দীর্ঘদিনের বন্ধু গোপাল যাসাপারার কাছ থেকে। বইটিতে ভারতের প্রথম টেস্ট দল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত সব টেস্ট ক্রিকেটারের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।
অজানা ইতিহাসের সন্ধান
গবেষণার সময় নায়ার জানতে পারেন, ভারতের টেস্ট ইতিহাসে প্রথম বল কে খেলেছিলেন, প্রথম উইকেট কার ঝুলিতে গিয়েছিল—এমন বহু তথ্য। পাশাপাশি উঠে আসে বহুমুখী ক্রীড়াবিদদের গল্প। কোটাহ রামাস্বামী শুধু ক্রিকেটারই নন, টেনিস খেলেও একসময় উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামের এম জে গোপালন গেট বহুদিন দেখলেও নায়ার জানতেন না, এই টেস্ট ক্রিকেটার জাতীয় হকি দলেও খেলেছেন।

রাজকোট থেকে দুবাই পর্যন্ত যাত্রা
ভারত ও নিউজিল্যান্ডের একদিনের ম্যাচের আগের দিন রাজকোটে বইটির প্রথম প্রকাশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল, প্রধান কোচ গৌতম গম্ভীর ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পরে দুবাইয়ের শ্যাম ভাটিয়া ক্রিকেট জাদুঘরে ও বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়, যেখানে অতীতে শেন ওয়ার্ন, ভিভ রিচার্ডস ও ইমরান খানের মতো কিংবদন্তিরা এসেছেন।
কিংবদন্তিদের স্বীকৃতি
সূর্যিল গাভাস্কার ও দিলীপ ভেঙ্গসরকারের শুভেচ্ছাবার্তা বইটির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। গাভাস্কার এটিকে ভারতীয় ক্রিকেট উদযাপনের এক আন্তরিক প্রচেষ্টা হিসেবে দেখেছেন। ভেঙ্গসরকার চান, দেশের ক্রিকেট বোর্ড রাজ্য সংস্থাগুলোতে বইটি পৌঁছে দিক, যাতে নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারে।
নেপথ্যের মানুষদের শ্রদ্ধা
বইটির স্বীকৃতির অংশ লিখেছেন নায়ার ও যাসাপারার স্ত্রী অজিতা নায়ার ও জানকি যাসাপারা। ক্রিকেটের কাজে ঘন ঘন ভ্রমণের কারণে যাঁরা নীরবে পাশে থেকেছেন, তাঁদের প্রতিই এই শ্রদ্ধা। এক বছরের বেশি সময় ধরে গবেষণা আর পরিকল্পনার পর মানুষের ভালোবাসা ও কিংবদন্তিদের প্রশংসা দুজনকেই আবেগাপ্লুত করেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















