ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পোস্টার মুদ্রণ ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন আচরণবিধি কার্যকর রাখতে সারাদেশের সব ছাপাখানাকে পোস্টার না ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের মতে, পোস্টার বন্ধ না হলে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি বাড়বে এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
নির্বাচন কমিশনের নির্দেশনা
বুধবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় নির্বাচন কমিশনের উপসচিব মনির হোসেন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান কার্যকর করতেই ছাপাখানাগুলোকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা কোনো প্রার্থীর পোস্টার মুদ্রণ না করে।

প্রশাসনিক ব্যবস্থা জোরদারের আহ্বান
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যাতে গোপনে বা প্রকাশ্যে পোস্টার ব্যবহার করতে না পারেন, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রয়োজনে ছাপাখানাগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা ও জানিয়েছে কমিশন।
বিকল্প প্রচারের সুযোগ কী থাকছে
পোস্টার নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রচারণা পুরোপুরি বন্ধ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা সাদা ও কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। তবে এসব উপকরণ অবশ্যই নির্ধারিত মাপের মধ্যে থাকতে হবে এবং আচরণবিধির বাইরে যাওয়া যাবে না।
সারাক্ষণ রিপোর্ট 


















