বিশাখাপত্তনমে চতুর্থ টি–টোয়েন্টিতে ব্যাটিং টিম সেইফার্ট আর বলে অধিনায়ক মিচেল স্যান্টনারের দাপটে ভারতের বিপক্ষে পঞ্চাশ রানের সান্তনার জয় পেল নিউজিল্যান্ড। আগের ম্যাচেই পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করা ভারতের সামনে এই হার হলেও, বিশ্বকাপের আগে দুই দলের প্রস্তুতি ম্যাচটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল।
প্রথমে ব্যাটিংয়ে ঝড়
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট আর ডেভন কনওয়ের শতরানের জুটিতে দ্রুত গতি পায় ইনিংস। সাইফার্ট ছত্রিশ বলে বাষট্টি রান করে আউট হন, কনওয়ে করেন চুয়াল্লিশ। আট ওভার এক বলে দলীয় শতরান পূর্ণ হয়। মাঝপথে কিছুটা ছন্দ হারালেও শেষদিকে ড্যারিল মিচেলের অপরাজিত আঠারো বলে ঊনচল্লিশ রানে ভর করে সাত উইকেটে দুই শত পনেরো রানের শক্ত স্কোর গড়ে কিউইরা।
ভারতের জবাবে স্যান্টনারের স্পিন
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই আঘাত হানে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির বলে অভিষেক শর্মা ফিরতেই চাপে পড়ে ভারত। পরের ওভারেই অধিনায়ক সূর্যকুমার যাদব আউট হন। স্যান্টনারের বাঁহাতি স্পিনে সঞ্জু স্যামসন আর হার্দিক পান্ডিয়া দ্রুত ফিরলে স্কোর দাঁড়ায় তেষট্টি চার।
দুবের লড়াই, তবে শেষ রক্ষা নয়
শিভম দুবে একাই প্রতিরোধ গড়েন। তেইশ বলে পঁয়ষট্টি রানের ঝড়ো ইনিংসে সাতটি ছক্কা আর তিনটি চার হাঁকান তিনি। মাত্র পনেরো বলে অর্ধশতক পূর্ণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক রানআউটে দুবে ফিরতেই ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। শেষ পর্যন্ত আঠারো ওভার চার বলে একশত পঁয়ষট্টি রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্যান্টনার তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখেন।

বিশ্বকাপের আগে বার্তা
ম্যাচ শেষে স্যান্টনার বলেন, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা বিশ্বকাপের সেরা প্রস্তুতি। পরিকল্পনা আর ভূমিকা পরিষ্কার করাই এখন লক্ষ্য। অন্যদিকে সূর্যকুমার যাদব হার থেকে শেখার কথা জানান। শনিবার শেষ ম্যাচে নামার আগে এই ফল দুই দলকেই নতুন করে ভাবার সুযোগ দিল।
সারাক্ষণ রিপোর্ট 


















