বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের একত্রীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছর সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স তারই মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআইয়ের সঙ্গে একত্রীকরণ নিয়ে আলোচনা চালাচ্ছে। এই আলোচনার ফলে মহাকাশ রকেট, স্যাটেলাইট ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এক ছাতার নিচে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এক ছাতার নিচে মাস্কের প্রযুক্তি সাম্রাজ্য
স্পেসএক্স ও এক্সএআই একত্রীকরণ হলে মাস্কের রকেট কর্মসূচি, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক, সামাজিক মাধ্যম এক্স এবং গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটব্যবস্থা একই কাঠামোয় যুক্ত হবে। সূত্র জানায়, এই একত্রীকরণে এক্সএআইয়ের শেয়ার স্পেসএক্সের শেয়ারের সঙ্গে বিনিময় হতে পারে। তবে চুক্তির আর্থিক মূল্য, সময়সীমা কিংবা চূড়ান্ত কাঠামো এখনও নিশ্চিত হয়নি।

টেসলার সঙ্গে ও একত্রীকরণের সম্ভাবনা
শুধু এক্সএআই নয়, স্পেসএক্সের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার একত্রীকরণ নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। বিনিয়োগকারীদের একাংশ দীর্ঘদিন ধরেই মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে একত্র করার পক্ষে মত দিয়ে আসছেন। তাদের মতে, এতে নেতৃত্বের চাপ কমবে এবং প্রযুক্তিগত সমন্বয় আরও বাড়বে।
বিনিয়োগকারীদের হিসাব ও বাজারের প্রতিক্রিয়া
বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত বিকাশের সঙ্গে মহাকাশ প্রযুক্তির সংযোগ ভবিষ্যতে বড় বিনিয়োগ সম্ভাবনা তৈরি করছে। সম্ভাব্য একত্রীকরণের খবরে টেসলার শেয়ারে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, মাস্কের সব উদ্যোগ এক জায়গায় এলে বিনিয়োগকারীদের জন্য এটি হবে সরাসরি তার দৃষ্টিভঙ্গিতে বিনিয়োগের সুযোগ।
মহাকাশে তথ্য কেন্দ্র স্থাপনের কৌশল
স্পেসএক্স ও এক্সএআইয়ের একত্রীকরণের অন্যতম বড় উদ্দেশ্য হতে পারে মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপন। সৌরশক্তিনির্ভর এই তথ্যকেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ ও পরিচালনার ব্যয় কমাতে সহায়ক হতে পারে। মাস্ক সম্প্রতি বলেছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে কম খরচের জায়গা হবে মহাকাশ।

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রভাব
এক্সএআই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দেওয়ার চুক্তি পেয়েছে। স্পেসএক্সের সামরিক স্যাটেলাইট প্রকল্পেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। ফলে এই একত্রীকরণ ভবিষ্যতে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা খাতে স্পেসএক্সের অবস্থান আরও শক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগের একত্রীকরণের নজির
এর আগেও মাস্ক তার বিভিন্ন প্রতিষ্ঠান একত্রীকরণ করেছেন। সৌরশক্তি খাত ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে। ফলে বর্তমান আলোচনা তার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য একত্রীকরণ সফল হলে বৈশ্বিক প্রযুক্তি ও বিনিয়োগ বাজারে বড় ধরনের আলোড়ন তৈরি হবে। তবে সবকিছুই এখন নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়ন্ত্রক অনুমোদনের ওপর।
সারাক্ষণ রিপোর্ট 



















