সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের বিএনপি প্রার্থী আইনুল হক হৃদরোগজনিত সমস্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা
দলীয় সূত্র জানায়, হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় গত মঙ্গলবার আইনুল হককে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়, যেখানে দুটি স্টেন্ট বসানো হয়েছে।
স্বাস্থ্য পরিস্থিতি
বিএনপির তাড়াশ উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর জানান, আইনুল হক দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অস্ত্রোপচারের পর তাঁকে অন্তত তিন দিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে অতিরিক্ত বিশ্রাম নিতে হবে।
নির্বাচনী কার্যক্রম
আইনুল হক আপাতত প্রচারণায় অংশ নিতে না পারলেও, তাঁর অনুপস্থিতিতে নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা নিয়মিতভাবে প্রচারণা ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















