দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়ায় একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় শনিবার ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। সকাল থেকে শুরু হওয়া এই বিঘ্নে গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত হয়ে পড়ে।
দুর্ঘটনার বিবরণ
বাংলাদেশ রেলওয়ে পুলিশের পার্বতীপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৭টা ৪২ মিনিটে ডাঙ্গাপাড়ায় লাইনচ্যুত হয়। বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে, ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

আহতদের অবস্থা
দুর্ঘটনার পর আতঙ্কে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত পাঁচজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
রেল চলাচল স্বাভাবিক
ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। সব কার্যক্রম শেষ হলে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
সারাক্ষণ রিপোর্ট 


















