অতিরিক্ত সবকিছুই বিষের মতন
কখনো কখনো বিষাদও অনিবার্য
হয়ে ওঠে।যখন তুমি কারো বোঝা
হয়ে ওঠো তখন বুঝতে হবে মরে
যাচ্ছে দুনিয়া আর তোমার কাছের
মানুষেরা হয়ে উঠছে সম্পূর্ণ অচেনা
মানুষ। মূল ভূখণ্ড বলতে বিচ্ছিন্নতা
আর মায়া বলতে অব্যবহৃত শব্দ
ক’জন রাষ্ট্রচিন্তায় বুদ হয়ে থাকে?
কেউ তোমাকে নিয়ে ভাবে না। শুধু
তুমি সবাইকে নিয়ে ভাবো বলেই
বিপদ তোমার পিছু ছাড়ে না! বৃত্ত
বলতে গণ্ডি আর বিরক্তিকর মুহূর্ত
যিনি প্রভুত্ব ফলান তিনি তোমার
বন্ধু নয়,নেতৃত্ব গ্রহণের কোনো
যোগ্যতায় তার নেই।বুদ্ধিবৃত্তিক
জীবনের পুরোটাই অতিরিক্ত মনে
হতে পারে রাজনৈতিক দর্শন ও
শ্রেণিসংগ্রামের তত্ত্বের মতন।যখন
তুমি সর্বহারাদের দলে যুক্ত হয়েও
অতিরিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়ে
যাও তখন বিকাশের চূড়ান্ত পর্ব
স্থগিত হয়ে পড়ে। এখন মন মানে
পাথর খণ্ড বিবেক বলতে কয়লার
ধোঁয়া।পথ মানেই দৃশ্যহীন নুনের
আরক!
#সুহিতা_সুলতানা
সুহিতা সুলতানা 


















