০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বক্স অফিসে প্রথমদিনে ২ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘শ্রীকান্ত’

  • Sarakhon Report
  • ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • 61

সারাক্ষণ ডেস্ক

বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ সিমেনাটি মুক্তির প্রথমদিনে ২ কোটি রুপিও বেশি আয় করেছে।

 

 

দৃষ্টি-প্রতিবন্ধী উদ্যোক্তা শ্রীকান্ত বোল্লারের জীবনের গল্পের উপর ভিত্তি করে ‘শ্রীকান্ত’ সিনেমাটি নির্মিত হয়েছে । ‘শ্রীকান্ত’ সিনেমাটিতে রাজকুমার রাও দৃষ্টি-প্রতিবন্ধী উদ্যোক্তা শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন।

 

 

একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, আমি সত্যিই কখনও চিন্তা করিনি শ্রীকান্তের চরিত্রটিতে আমি অভিনয় করবো।আমি যেই চরিত্রটিতেই অভিনয় করি না কেন সেটিই যেন আমার স্বপ্নের চরিত্র হয়ে উঠে।

 

 

তিনি আরও বলেন, আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।আমি এর আগে কখনও দৃষ্টি-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করিনি।যে কাজ করতে আমি বেশি ভয় পাই সে কাজটা করতে আমি আরও বেশি আগ্রহী হই। জানিনা চরিত্রটিকে কতটুকু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি।তবে সিনেমাটিতে কাজ করতে গিয়ে দৃষ্টি-প্রতিবন্ধীদের জীবন সম্পর্কে জানতে পেরেছি । সিনেমাটি থেকে অনেক কিছু শিখেছি যা আমাকে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে সহায়তা করবে।

 

শ্রীকান্ত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, আলায় এফ, জ্যোতিকা এবং শরদ কেলকার। শ্রীকান্ত সিনেমাটি পরিচালনা করেছেন,তুষার হিরানন্দানি এবং সিনেমাটি প্রযোজনা করেছেন,ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।

 

বক্স অফিসে প্রথমদিনে ২ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘শ্রীকান্ত’

০৭:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

সারাক্ষণ ডেস্ক

বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ সিমেনাটি মুক্তির প্রথমদিনে ২ কোটি রুপিও বেশি আয় করেছে।

 

 

দৃষ্টি-প্রতিবন্ধী উদ্যোক্তা শ্রীকান্ত বোল্লারের জীবনের গল্পের উপর ভিত্তি করে ‘শ্রীকান্ত’ সিনেমাটি নির্মিত হয়েছে । ‘শ্রীকান্ত’ সিনেমাটিতে রাজকুমার রাও দৃষ্টি-প্রতিবন্ধী উদ্যোক্তা শ্রীকান্তের চরিত্রে অভিনয় করেছেন।

 

 

একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, আমি সত্যিই কখনও চিন্তা করিনি শ্রীকান্তের চরিত্রটিতে আমি অভিনয় করবো।আমি যেই চরিত্রটিতেই অভিনয় করি না কেন সেটিই যেন আমার স্বপ্নের চরিত্র হয়ে উঠে।

 

 

তিনি আরও বলেন, আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।আমি এর আগে কখনও দৃষ্টি-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করিনি।যে কাজ করতে আমি বেশি ভয় পাই সে কাজটা করতে আমি আরও বেশি আগ্রহী হই। জানিনা চরিত্রটিকে কতটুকু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি।তবে সিনেমাটিতে কাজ করতে গিয়ে দৃষ্টি-প্রতিবন্ধীদের জীবন সম্পর্কে জানতে পেরেছি । সিনেমাটি থেকে অনেক কিছু শিখেছি যা আমাকে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে সহায়তা করবে।

 

শ্রীকান্ত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, আলায় এফ, জ্যোতিকা এবং শরদ কেলকার। শ্রীকান্ত সিনেমাটি পরিচালনা করেছেন,তুষার হিরানন্দানি এবং সিনেমাটি প্রযোজনা করেছেন,ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।