০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি: সালাহউদ্দিন আহমদ রাজধানীর দক্ষিণখানে ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা জঙ্গলে গড়া ভবিষ্যৎ রাজধানী, অপেক্ষার শহর নুসান্তারা বৈশ্বিক উন্মাদনায় চাপে উবে, ফিলিপাইনের পাহাড়ে কৃষকের লড়াই রক কি সত্যিই মৃত, নাকি যন্ত্রের যুগে আরও মানবিক হয়ে উঠছে সুর পম্পিদু বিদায়ের পাঁচ বছর: প্যারিসের শিল্পভাণ্ডার খুলে যাচ্ছে নতুন রূপের পথে শীতল পাহাড়ে ফেলে রেখে মৃত্যু, দায় কি সঙ্গীর ইরানে অর্থনৈতিক সংকটের আগুনে রক্ত ঝরল, বিক্ষোভে একাধিক মৃত্যু স্ট্রিমিংয়ে ডকুমেন্টারির ভিড়ে বাছাই করা তিন স্মরণীয় ছবি

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২)

  • Sarakhon Report
  • ০৫:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • 112

সারাক্ষণ ডেস্ক

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

১. যে কোন কাজে কেউ সফল হলে শুধু কাজের ক্ষেত্রে নয় মানসিকভাবেও প্রশান্তি পায়।

২. যে কোন লক্ষ্যে পৌঁছানো একটি চলমান বিষয়, তাই প্রতি মুহূর্তের অগ্রগতিকে প্রশংসা করতে হয়।

৩. কোন একজন কখনই একটি গ্রুপের থেকে বেশি বুদ্ধিমান হতে পারে না।

৪. যে কাজগুলো করে কোন ভালো ফল পাওয়া যাবে না সে কাজ কখনই করা উচিত না।

৫. সাফল্য যেমন কখন চিরস্থায়ী নয় তেমনি কোন ব্যর্থতাও জীবনকে শেষ করে দেবে এমন মনে করার কোন কারণ নেই।

৬. জীবনে শেখা যেদিন মানুষ বন্ধ করে দেয় ওই দিনই তার জীবন শেষ হয়ে যায।

৭. কোন কিছু প্রতিরোধ করতে সময় ও পরিশ্রম ব্যয় না করে আরো বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে এগিয়ে নেয়া উচিত।

৮. ভালো মানুষগুলোর সাফল্য দেরিতে আসতে পারে তবে তারা সব সময়ই ভিন্নভাবে এগিয়ে চলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি: সালাহউদ্দিন আহমদ

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ২)

০৫:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

১. যে কোন কাজে কেউ সফল হলে শুধু কাজের ক্ষেত্রে নয় মানসিকভাবেও প্রশান্তি পায়।

২. যে কোন লক্ষ্যে পৌঁছানো একটি চলমান বিষয়, তাই প্রতি মুহূর্তের অগ্রগতিকে প্রশংসা করতে হয়।

৩. কোন একজন কখনই একটি গ্রুপের থেকে বেশি বুদ্ধিমান হতে পারে না।

৪. যে কাজগুলো করে কোন ভালো ফল পাওয়া যাবে না সে কাজ কখনই করা উচিত না।

৫. সাফল্য যেমন কখন চিরস্থায়ী নয় তেমনি কোন ব্যর্থতাও জীবনকে শেষ করে দেবে এমন মনে করার কোন কারণ নেই।

৬. জীবনে শেখা যেদিন মানুষ বন্ধ করে দেয় ওই দিনই তার জীবন শেষ হয়ে যায।

৭. কোন কিছু প্রতিরোধ করতে সময় ও পরিশ্রম ব্যয় না করে আরো বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে এগিয়ে নেয়া উচিত।

৮. ভালো মানুষগুলোর সাফল্য দেরিতে আসতে পারে তবে তারা সব সময়ই ভিন্নভাবে এগিয়ে চলেন।